সেঞ্চুরিয়ন: মেঘলা আকাশ, দুরন্ত ফাস্ট বোলিং আক্রমণ এবং বিদেশি মাঠে যখন একের পর এক ভারতীয় ব্যাটার ব্যর্থ হচ্ছেন, তখন তিনি ভারতের হয়ে এক চোখধাঁধানো শতরান হাঁকিয়ে দলে ত্রাতা হয়ে উঠেন। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA 1st Test) কেএল রাহুলের (KL Rahul) ১০১ রানের ইনিংসকে কিংবদন্তি সুনীল গাওস্কর ভারতীয় ব্যাটারদের করা সেরা ১০ শতরানের অন্যতম বলে দাবি করেছেন। তবে কিছুদিন আগেই এই ছবিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল।


দীর্ঘমেয়াদি চোট সারিয়ে এশিয়া কাপে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর পর থেকেই স্বপ্নের ছন্দে কেএল রাহুল। তবে তাঁর আগে বেশ কিছুদিন বড় রান না পাওয়ায় তাঁকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। প্রশ্ন উঠেছিল জাতীয় দলে তাঁর জায়গা পাওয়া নিয়েও। কখনও কি সমালোচকদের, ট্রলদের জবাব দিতে হবে বলে মনে হয়েছিল? সেঞ্চুরিয়নে সেঞ্চুরির পর দ্বিতীয় দিনের খেলা শেষে রাহুলকে এই প্রশ্নই করা হয়। নিজের স্বভাবচিত শান্ত গলায় রাহুল জবাব দেন, 'সেটা করে আমার কীই বা লাভ হত? লোকেদের যা বলার ইচ্ছা হবে, তা তো তারা বলবেই। সকলের সামনে যদি পারফর্ম করতে হয়, তাহলে একমাত্র পারফরম্যান্সের মাধ্য়মেই লোকেদের মুখ বন্ধ রাখা সম্ভব। আর সোশ্যাল মিডিয়া থেকে যতটা দূরে থাকা যায়, ততটাই আপনি হাসিখুশি থাকবেন।'


 






রাহুলের মত নিজের মতামত জানানোর অধিকার সকলেরই আছে, কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা প্রয়োজন। তিনি সাফ জানিয়ে দেন যে সোশ্যাল মিডিয়ার সমালোচনা সকলের উপরই প্রভাব ফেলে। 'আজকে যেসব লোকগুলি আমায় বাহবা দিচ্ছেন, তারাই তো মাসকয়েক আগে আমায় কটূক্তি করছিলেন। কেউ যদি বলে যে সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে যা মন্তব্য করা হচ্ছে, তাতে তার ওপর কোনও প্রভাব পড়ে না, তাহলে সেই ব্যক্তি মিথ্য়ে কথা বলছেন। তবে মানসিকভাবে স্বাস্থ্যের জন্য এর থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভাল।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: এলগারের দুরন্ত সেঞ্চুরি, দ্বিতীয় দিনের চা পানের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯৪/৩