IND Vs SA 1st Test: দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে ১১ রান এগিয়ে দক্ষিণ আফ্রিকা, ১৪০ রানে অপরাজিত এলগার

India Vs South Africa 1st Test Live Updates: প্রথম দিন শেষে ভারতীয় দলের স্কোর ছিল আট উইকেটের বিনিময়ে ২০৮ রান।

ABP Ananda Last Updated: 27 Dec 2023 09:28 PM
IND vs SA Live: দ্বিতীয় দিনের শেষে ১১ রানের লিড প্রোটিয়াদের

নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। প্রথম ইনিংসে ১১ রানের লিড নিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ১৪০ রান করে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে আছেন মার্কো ইয়েনসেন। প্রোটিয়াদের স্কোর ২৫৬/৫।

IND Vs SA Live Score: পর্যাপ্ত আলোর অভাবে খেলা স্থগিত

পর্যাপ্ত আলোর অভাবে খেলা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা। দ্বিতীয় দিনে এখনও পর্যন্ত ৭৪.৪ ওভারের খেলা হয়েছে। মোট ২৯৩ রান উঠেছে বোর্ডে ও ৭ উইকেট পড়েছে। 

IND vs SA Live: উইকেট পেলেন প্রসিদ্ধ

টেস্ট কেরিয়ারের প্রথম উইকেট পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর বলে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন কাইল ভেরেনে। 

IND Vs SA Live Score: আউট বেডিংহাম

দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন। অর্ধশতরানের পর ৫৬ রান করে সিরাজের বলে বোল্ড হয়ে ফিরলেন বেডিংহাম। 

IND vs SA Live: একশো রানের পার্টনারশিপ এলগার, বেডিংহামের

১০০ রানের পার্টনারশিপ গড়লেন এলগার, বেডিংহাম জুটি। 

IND Vs SA Live Score: চা পানের বিরতিতে প্রোটিয়াদের স্কোর ১৯৪/৩

চা পানের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯৪/৩। শতরান হাঁকিয়ে ক্রিজে আছেন এলগার। তাঁর সঙ্গে ক্রিজে আছেন ডেভিড বেডিংহাম। 

IND Vs SA Live: সেঞ্চুরি এলগারের

নিজের শেষ টেস্ট সিরিজে কেরিয়ারের ১৪ তম টেস্ট শতরান হাঁকালেন ডিন এলগার। ১৪০ বলের শতরান পূরণ করার পথে ১৯টি বাউন্ডারি হাঁকালেন প্রোটিয়া ওপেনার।

IND Vs SA Live Score: ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৮ তুলল দক্ষিণ আফ্রিকা

৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান বোর্ডে তুল নিল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডিন এলগার ও ডেভিড বেডিংহাম।

IND Vs SA Live: আউট পিটারসেন

আরও এক উইকেট তুলে নিলেন বুমরা। দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন। মাত্র ২ রান করে বুমরার বলে বোল্ড হলেন কিগান পিটারসেন।

IND Vs SA Live Score: আউট জর্জি

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন। ২৮ রান করে যশপ্রীত বুমরার বলে জয়সওযালের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন টোনি জর্জি। 

IND Vs SA Live: ৯৩ রানের পার্টনার গড়েছেন এলগার ও জর্জি

একশোর গণ্ডি পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ও জর্জি জুটি ৯৩ রানের পার্টনারশিপ গড়েছেন।

IND Vs SA Live Score: অর্ধশতরান হাঁকিয়েছেন এলগার

অর্ধশতরান পূরণ করলেন ডিন এলগার। ৭৯ বলে ৫০ রান পূরণ করলেন প্রোটিয়া ওপেনার। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকিয়েছেন এলগার।

IND Vs SA Live: ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ বোর্ডে তুলেছে দক্ষিণ আফ্রিকা

নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান বোর্ডে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের সঙ্গে জুটি বেঁধে ডি জর্জি। 

IND Vs SA Live Score: মধ্যাহ্নভোজ

দ্বিতীয় দিনে প্রথম সেশন শেষে অর্ধশতরানের গোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বর্তমান স্কোর ৪৯/১। ডি জর্জ়ি ১২ ও এলগার ২৯ রানে ব্যাট করছেন।  

IND Vs SA Live: ব্যর্থ ডিআরএস

ডিন এলগারের বিরুদ্ধে ভারতীয় দল জোরদার আউটের আপিল করে। ডিআরএসও নেওয়া হয়। তবে তাতে সাফল্য মেলেনি। দক্ষিণ আফ্রিকার বর্তমান স্কোর এক উইকেটের বিনিময়ে ৪১ রান।

IND Vs SA Live Score: ইনিংস সামলাচ্ছেন এলগাররা

শুরুতেই উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস সামলাচ্ছেন ডিন এলগার ও টনি ডি জর্জ়ি। তাঁরা যথাক্রমে ১৪ ও ১২ রানে ব্যাট করছেন। দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৪/১।

IND Vs SA Live: প্রথম সাফল্য

ভারতকে ম্যাচের প্রথম সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ। এইডেন মারক্রামকে অনবদ্য এক বলে পাঁচ রানে সাজঘরে ফেরত পাঠালেন সিরাজ।

IND Vs SA Live Score: ২৪৫ অল আউট

শতরানের পর আর বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না রাহুল। ২৪৫ রানেই শেষ হল ভারতের ইনিংস। রাহুলকে ১০১ রানে বোল্ড করে ম্যাচের তৃতীয় সাফল্য পেলেন নান্দ্রে বার্গার। 

IND Vs SA Live: সেঞ্চুরিয়নে সেঞ্চুরি

একার লড়াই। বছর দুই আগে সেঞ্চুরিয়ানে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ফের একবার যখন গোটা দল ব্যাট হাতে ব্যর্থ হল, তখন জ্বলে উঠলেন রাহুল। ছক্কা মেরে হাঁকালেন সেঞ্চুরি।  

IND Vs SA Live Score: দক্ষিণ আফ্রিকার সাফল্য

দক্ষিণ আফ্রিকাকে দিনের প্রথম সাফল্য এনে দিলেন জেরাল্ড কোয়েৎজে। পাঁচ রানে আউট হলেন সিরাজ। ২৩৮ রানে নবম উইকেট হারাল ভারত। 

IND Vs SA Live: ৫ ওভার শেষ

দিনের প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়েই গত রাতের রানের সঙ্গে আরও ২০ রান যোগ করে ফেলল ভারত। টিম ইন্ডিয়ার বর্তমান স্কোর ২২৮/৮। রাহুল ৮৫ ও সিরাজ ৫ রানে ব্যাট করছেন।

IND Vs SA Live Score: খেলা শুরু

নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর দ্বিতীয় দিনের খেলা শুরু হল। দিনের প্রথম ওভারে উঠল দুই রান। ভারতের স্কোর ২১০/৮।

IND Vs SA Live: দেরিতে শুরু খেলা

দিনের খেলা শুরুর ঠিক আগেই কয়েক পশলা বৃষ্টিতে পিছিয়ে গেল ম্যাচের শুরুটা। খুব জোরে বৃষ্টি না হলেও, মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময় আজও খেলা শুরু সম্ভব হচ্ছে না। 

IND Vs SA Live Score: সেঞ্চুরিয়নের আবহাওয়া

ম্যাচের দ্বিতীয় দিনেও প্রথম দিনের মতো বৃষ্টির পূর্বাভাস রয়েছে বটে। তবে সেঞ্চুরিয়নে গোটা সকাল আকাশ মেঘলা থাকলেও, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। নির্ধারিত সময়েই খেলা শুরু হবে বলে আশা করাই যায়। 

প্রেক্ষাপট

সেঞ্চুরিয়ন: শেষ পর্যন্ত দু'শোর গণ্ডি পার করল ভারত। সৌজন্যে একটাই নাম। কে এল রাহুল (KL Rahul)। শেষবার ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সফরে এসেছিল যখন ভারত (Indian Cricket Team)। সেবার প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এদিনও অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে প্রথম দিনের শেষে মাঠ ছাড়লেন। রোহিত (Rohit Sharma), গিলরা (Subhman Gill) যখন ক্রিজে দাঁড়াতেই পারলেন না, বিরাট-শ্রেয়সরা যেখানে সেট হয়েও উইকেট ছুড়ে এলেন, সেখানে একা কুম্ভের মত লড়ে গেলেন ডানহাতি কর্ণাটকী ব্যাটার। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়েই দলের স্কোর দুশোর গণ্ডি পার করিয়ে দিলেন তিনি। তবে এদিন বৃষ্টির জন্য নির্ধারিত ৯০ ওভার খেলা হয়নি। মাত্র ৫৯ ওভারই খেলা হয় এদিন। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান বোর্ডে তুলেছে ভারত। রাহুল ৭০ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন মহম্মদ সিরাজ। রাহুল তাঁর ইনিংসে ১০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছেন। 


 এবার দল নির্বাচনে 'বুড়ো' রাহানে, পূজারাকে দলে নেওয়া হয়নি। বদলে নতুন মুখ হিসেবে জয়সওয়াল, শ্রেয়সের ওপরই ভরসা রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারেও বদল আনা হয়েছে। বিরাট তাঁর তিন নম্বর স্লট ছেড়ে দিয়েছেন। জয়সওয়াল রোহিতের সঙ্গে ওপেনে নামায়, গিল তিনে নেমে আসেন। চারে নামছেন বিরাট। এদিনের ম্যাচেও তেমনভাবেই ব্যাটিং অর্ডার সাজানো হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হল না। রাবাডার বলে বার্গারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত মাত্র ৫ রান করে। ভাল শুরু করেও ক্রিজে থিতু হতে পারলেন না জয়সওয়াল। ৪টি বাউন্ডারি হাঁকালেও ১৭ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় জয়সওযালকে। বার্গার তুলে নেন বাঁহাতি ভারতীয় ওপেনারের উইকেট। 


বার্গারের দ্বিতীয় শিকার হন গিল। ২ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। মাত্র ২৪ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। সেখান থেকে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মধ্যাহ্নভোজের পরই অবশ্য আঘাত হানেন রাবাডা। ৩১ রান করে প্রোটিয়া পেসারের বলে বোল্ড হয়ে যান তিনি। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। বিরাটও ক্রিজে সেট হয়েও রাবাডার বলে ৩৮ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন। এরপর শার্দুল ২৪ রানের ইনিংস খেলেন। অশ্বিন ৮ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাডা ৫ উইকেট নেন। এছাড়া নবাগত নানদে বার্গার ২ উইকেট নেন ও মার্কো ইয়েনসেন ১ উইকেট নেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.