IND Vs SA 1st Test: বৃষ্টি বাধা, প্রথম দিনের খেলা হল মাত্র ৫৯ ওভার, দিনের শেষে ভারতের স্কোর ২০৮/৮
India Vs South Africa 1st Test Live Updates: এই ম্যাচের মাধ্যমেই বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন রোহিত, বিরাটরা।
বৃষ্টির জন্য আর খেলা শুরু করা সম্ভব হল না। সেঞ্চুরিয়নে প্রথম দিনে মাত্র ৫৯ ওভার খেলা হল। দিনের শেষে ভারতের স্কোর ২০৮/৮।
হালকা বৃষ্টি শুরু। চারিদিক ঘন মেঘলা আকাশ। খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত আম্পায়ারদের। ভারতের স্কোর ২০৮/৮।
দুশো রানের গণ্ডি টপকালো ভারত। রাহুলের সঙ্গে ক্রিজে আছেন সিরাজ।
লড়াই করছিলেন রাহুলের সঙ্গে ক্রিজে থিতু হয়ে টিকে থাকার। ১৯ বলে ১ রান করে অবশেষে বোল্ড হয়ে ফিরলেন বুমরা।
অর্ধশতরান হাঁকালেন কে এল রাহুল। বার্গারের বলে ছক্কা হাঁকিয়ে মাইলস্টোন স্পর্শ করলেন ডানহাতি ব্যাটার।
প্রথম দিনের চা পানের বিরতি পর্যন্ত ১৭০/৭ রান বোর্ডে তুলল ভারত, ভরসা কে এল রাহুল। তিনি ৩৯ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে রয়েছেন বুমরা।
পাঁচ শিকার রাবাডার। এবার তাঁর বলে ক্যাচ আউট হয়ে ২৪ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন শার্দুল ঠাকুর। ১৬৪ রান বোর্ডে তুলতেই ভারতের সপ্তম উইকেটের পতন।
টপ অর্ডার প্যাভিলিয়নে ফিরলেও লোয়ার অর্ডার লড়াই করছে। শার্দুলকে নিয়ে দলকে টানছেন কে এল রাহুল। দেড়শোর গণ্ডি পেরলো ভারত।
ভারতের ব্যাটিং বিপর্যয়। ষষ্ঠ উইকেটের পতন। কাগিসো রাবাডার বলে এবার ক্যাচ আউট হয়ে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন।
বড় ধাক্কা ভারতীয় শিবিরে। রাবাডার বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন বিরাট কোহলি। ক্রিজে সেট হয়েও ৩৮ রান করে আউট হয়ে গেলেন তারকা ব্যাটার।
৪ উইকেট খুঁইয়ে ১০০ রানের গণ্ডি পেরলো ভারতীয় দল। ক্রিজে আছেন বিরাট কোহল ও কে এল রাহুল।
মধ্যাহ্নভোজের বিরতির পর শ্রেয়স আইয়ারের উইকেট হারাল ভারত। কাগিসো রাবাডার বলে বোল্ড হয়ে ফিরলেন ডানহাতি ব্যাটার।
প্রথম দিনের শুরুতে পরপর তিন উইকেট হারালেও, শ্রেয়স আইয়ার এবং বিরাট কোহলি অর্ধশতরানের পার্টনারশিপে ভর করে লড়াইয়ে ফিরল ভারতীয় দল। মধ্যাহ্নভোজে ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৯১ রান। শ্রেয়স আইয়ার ৩১ ও বিরাট কোহলি ৩৩ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন। ইতিমধ্যেই দুইজনে মিলে চতুর্থ উইকেটে ৬৭ রান যোগ করে ফেলেছেন।
দুই ভারতীয় ওপেনার ব্যর্থ হওয়ার পর শুভমন গিলও মাত্র দুই রানে ফেরেন। ২৪ রানে তিন উইকেট হারিয়ে ভারতীয় দল বিরাট চাপে পড়ে গেলেও, ইনিংস সামলাচ্ছেন শ্রেয়স ও বিরাট কোহলি। শ্রেয়স ২১ ও বিরাট ১৯ রানে ব্যাট করছেন। ২১ ওভার শেষে ভারতের স্কোর ৬৬/৩।
নিজের অভিষেক ম্যাচে প্রথম টেস্ট উইকেট পেলেন নান্দ্রে বার্গার। ভাল ছন্দে দেখানো যশস্বী জয়সওয়ালকে ১৭ রানে সাজঘরে ফেরালেন তিনি। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল।
কাগিসো রাবাডার বিরুদ্ধে নিজের পছন্দের পুল শট মারতে গিয়েই ফাইন লেগে ধরা দিলেন রোহিত। পাঁচ রানে আউট হলেন তিনি। ১৩ রানে প্রথম উইকেট হারাল ভারত।
প্রথম ওভারের শেষ বলে চার মেরে ভারতীয় দলের হয়ে খাতা খুললেন যশস্বী জয়সওয়াল।
চার ফাস্ট বোলার নিয়ে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট অভিষেক ঘটাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণ। দলের একমাত্র স্পিনার হিসাবে খেলবেন আর অশ্বিন। রবীন্দ্র জাডেজার ব্যাক স্প্য়াজ়ম থাকায় তিনি খেলতে পারছেন না বলে জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা। মেঘলা পরিবেশের লাভ তুলতেই এই সিদ্ধান্ত বলে জানান প্রোটিয়া অধিনায়ক।
আশঙ্কাই সত্যি হল। আউটফিল্ড ভিজে থাকায় পিছিয়ে গেল টস। নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর, অর্থাৎ দুপুর ১.৩০টায় আবার মাঠ পর্যবেক্ষণ করা হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।
বিশ্বকাপের পর এই ম্য়াচ দিয়েই আন্তর্জাতিক প্রত্য়াবর্তন ঘটাচ্ছেন বিরাট কোহলি। কোহলি আর ১৭১ রান করলেই সহবাগ ও দ্রাবিড়কে পিছনে ফেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক টেস্ট রান করা ভারতীয় হয়ে যাবেন। এই ম্যাচে আর ৬৬ রান করতে পারলেই কুমরা সাঙ্গাকারাকে পিছনে ফেলে সর্বাধিকবার (সাতবার) এক ক্যালেন্ডার বর্ষে দুই হাজার রান করার কৃতিত্ব নিজের নামে করবেন।
সেঞ্চুরিয়নে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এখনও পর্যন্ত বৃষ্টি না নামলেও, পূর্বাভাস কিন্তু তেমনই রয়েছে। সেঞ্চুরিয়নে হালে বৃষ্টি হয়েছে। পিচ ও ইনফিল্ড ঢাকা থাকলেও, আউটফিল্ড ঢাকা হয়নি। ফলে আউটফিল্ড ভিজে থাকার সম্ভাবনা প্রবল। সেই কারণেই টস পিছিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রেক্ষাপট
সেঞ্চুরিয়ন: এক-আধ নয়, দীর্ঘ ৩১ বছর। দক্ষিণ আফ্রিকার (IND vs SA 1st Test) মাটিতে তিন দশকেরও বেশি সময় ধরে টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল। কিন্তু কোনওবার সিরিজ জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া। অধিনায়ক বদলেছে, দল বদলেছে, বদলে গিয়েছে কোচিং স্টাফ। ফলাফল সেই একই থেকে গিয়েছে।
শুরুটা সেই ১৯৯২ সালে। এবার নবমবারের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় দল। এবার কি টেস্ট সিরিজের কোহিনূর ছিনিয়ে আনতে পারবেন রোহিত শর্মারা (Rohit Sharma)? দেশের মাটিতে বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত এখনও দগদগে ভারতীয় শিবিরের মনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের পর এই প্রথম মাঠে নামবেন রোহিত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সিরিজ জয়ের অভিযানকে অনেকে 'ফাইনাল ফ্রন্টিয়ার' বলে দেগে দিয়েছেন। সেই যুদ্ধে কি শেষ হাসি হাসতে পারবেন হিটম্যান?
দক্ষিণ আফ্রিকার মাটি থেকে তিনটি মাত্র দেশ টেস্ট সিরিজ জিতেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ভারত তো বটেই, এমনকী, পাকিস্তান, নিউজ়িল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশও কখনও প্রোটিয়াদের দেশে টেস্ট সিরিজ জেতেনি। যদিও সেই রেকর্ডে স্বস্তি খুঁজবে, ভারতীয় শিবিরের মানসিকতা এখন সেরকম নেই। বরং হিসেব পাল্টে দিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার মাটিতে আটটি টেস্ট সিরিজ খেলেছে ভারত। তার মধ্যে সাতটিই হেরেছে। একমাত্র ২০১০-১১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে জেতার পর কিংসমিডে দ্বিতীয় টেস্টে জিতে সমতা ফিরিয়েছিল ভারত। নিউল্যান্ডসে তৃতীয় টেস্ট ও সিরিজ ড্র হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৩ টেস্ট খেলে মাত্র চারটিতে জিতেছে ভারত। প্রোটিয়া ভূমে ভারতের জয়ের হার মাত্র ১৭.৩৯ শতাংশ। একমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের মাটিতে ভারতের জয়ের হার এর চেয়ে কম। আগামী ১৩ দিনে কি সেই হিসেপ পাল্টাতে পারবেন রোহিত-বিরাট কোহলিরা? তবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচের প্রথম দুদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সেঞ্চুরিয়নের বাইশ গজ বোলারদের যেমন সাহায্য করবে, ব্যাটাররাও স্ট্রোক খেলতে পারবেন। কারণ, বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে। তবে খোলা মাঠ হওয়ায় সারাদিন হাওয়া চলে এবং বল স্যুইং করে। বাউন্সের বিরুদ্ধে দৃঢ়তা দেখালেও স্যুইংয়ের বিষে ভারতীয় ব্যাটিং বারবার সমস্যায় পড়েছে। তাই জেরাল্ড কোয়েৎজ়ে-মার্কো জানসেনদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ভারতের ব্যাটিংয়ের। শুভমন গিল, শ্রেয়স আইয়াররা উপমহাদেশের পিচে রান পেলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের টেকনিক আরও ঘষামাজা করতে হবে। কোচ রাহুল দ্রাবিড় সকলকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে বলেছেন। পাশাপাশি স্বীকার করে নিয়েছেন যে, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -