জোহানেসবার্গ: ভারতের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs SA 1st ODI) দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এডেন মারক্রাম। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিকল্পনা ছিল বোর্ডে বড় রান তুলে ভারতীয় দলকে চাপে ফেলা। তবে মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের তরুণ বোলিং আক্রমণের বিরুদ্ধেও সম্পূর্ণ ব্যর্থ প্রোটিয়া ব্যাটিং। ২৭.৩ ওভারে মাত্র ১১৬ রানেই অল আউট হয়ে গেলেন মারক্রামরা। বল হাতে টিম ইন্ডিয়ার হয়ে আগুন ঝরালেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এবং আবেশ খান।


ম্যাচে প্রোটিয়া টপ অর্ডারকে নাস্তানাবুদ করে দলের মনোবল ভেঙে দেন অর্শদীপ। বাকি কাজটা তিনি ও আবেশ মিলিয়ে মিশিয়ে করেন। পাঁচ উইকেট নেন অর্শদীপ সিংহ। তবে তাঁর বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা দল কুপোকাত হলেও, অর্শদীপ নিজেই নাকি ম্যাচের আগে চাপে ছিলেন। কিন্তু কেন?


দুই ইনিংসের মাঝপথে দুরন্ত বোলিংয়ের পর অর্শদীপ বলেন, 'আমি তো এর আগে ওয়ান ডে একটিও উইকেট নিইনি, তাই শুরুতে কিছুটা চাপেই ছিলাম। তবে পাঁচটা উইকেট পাওয়ায় আমি খুব খুশি। এই উইকেটে শুরুর দিকে বোলারদের বেশ মদত ছিল। তাই শুরুতে প্রতিপক্ষ ব্যাটারদের এলবিডব্লু এবং বোল্ড করার পরিকল্পনাতেই ছিলাম আমি। আর নতুন বলে বোলিং করার ক্ষেত্রে বলব আমরা তো দেশের হয়ে খেলছি। তাই নতুন বল হাতে পাই বা প্রথম পরিবর্ত বোলার হিসাবে মাঠে নামি, আমায় যা ভূমিকা দেওয়া হবে আমি তাতেই খুশি।'


নতুন বল হাতে অর্শদীপের সাফল্য দেখে অধিনায়ক কেএল রাহুল তাঁকে আর পরের জন্য বাঁচিয়ে রাখেননি। ইনিংসের মাঝপথে অর্থাৎ ২৫তম ওভারেই অর্শদীপ ১০ ওভার বল করে ফেলেন। বিরাট গরমে টানা বোলিং করতে একটু কষ্ট হলেও, পাঁচ উইকেট নেওয়ায় সেই পর সেই কষ্টটা তেমন আর মনে হচ্ছে না বলেই জানান অর্শদীপ।  'এখানকার আবহাওয়া বেশ গরম। আমি প্রায় বছরখানেক পর ৫০ ওভারের ম্যাচ খেলছিলাম। তবে পাঁচ উইকেট নেওয়ার পর সবটাই সার্থক বলে মনে হয়। এখন বেশ তরতাজা লাগছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: অজ়ি পেসারদের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভাঙল ব্যাটিং, ৩৬০ রানে হার পাকিস্তানের