কলম্বো: ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে শ্রীলঙ্কার (IND vs SL ODI) মাটিতে। যেখানে কোচ হিসাবে অভিষেক ঘটেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে তাদের ডেরায় ৩-০ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)।
শুক্রবার থেকে শুরু হল ওয়ান ডে সিরিজ। যে সিরিজে ভারতীয় ক্রিকেটে আর এক অধ্যায়ের সূচনা। কারণ, কোচ গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সমীকরণ প্রথমবারের জন্য দেখা যাচ্ছে এই ওয়ান ডে সিরিজেই।
ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের প্রথমার্ধ গম্ভীর ও রোহিত জুটিকে স্বস্তিই দেবে। কারণ, শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপট দেখালেন ভারতের বোলাররা। স্পিনার, পেসার প্রত্যেকে চাপ তৈরি করলেন। উইকেট পেলেন। ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৩০/৮ স্কোরে আটকে গেল শ্রীলঙ্কা।
ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট অর্শদীপ সিংহ ও অক্ষর পটেলের। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর।
শ্রীলঙ্কা ব্যাটারদের মধ্যে লড়াই চালালেন মাত্র ২ জন। তাঁদের মধ্যে একজন, দুনিথ ওয়েল্লালাগে ৬৫ বলে ৬৭ রানের ইনিংস খেললেন। বয়স মাত্র ২১ বছর। অথচ চাপের মুখে তাঁর ইনিংসেই বোর্ডে ভদ্রস্থ রান তুলতে পারল শ্রীলঙ্কা। তিনিই শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোরার। ওপেনার পাথুম নিশাঙ্কা ৫৬ রান করেন।
ম্যাচ জিততে রোহিত শর্মা, বিরাট কোহলিদের তুলতে হবে ২৩১ রান।
আরও পড়ুন: ইতিহাস গড়ার সুযোগ, শ্যুটিংয়ে ফের এক ফাইনালে উঠলেন ভারতের মনু
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।