রাজকোট: সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধ তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs SL 3rd T20) জ্বলে উঠল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাট। চোখধাঁধানো ১১২ রানের অপরাজিত ইনিংসে ভারতের সিরিজ জয় নিশ্চিত করেন তারকা মিডল অর্ডার ব্যাটার। দুরন্ত ইনিংসের পর সূর্যকুমার যাদব তাঁকে স্বাধীনভাবে খেলতে দেওয়ার জন্য ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ধন্যবাদ জানান।
অনুশীলনই সাফল্যের চাবিকাঠি
রাজকোটে গোটা ইনিংসে একাধিক স্কুপ শট খেলেন সূর্যকুমার, যা দেখে বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই মুগ্ধ। সূর্য জানান কঠোর অনুশীলনই তাঁর দুরন্ত ধারাবাহিকতা ও ক্রিকেটের তথাকথিকত 'টেক্সট বুক'র বাইরের শট নিরন্তরভাবে খেলতে পারার আসল কারণ। সূর্য বলেন, 'ম্যাচের প্রস্তুতির সময় নিজেকে চাপের মুখে ফেলাটা ভীষণই জরুরি। অনুশীলনে যতটা চাপে নিজেকে ফেলব, ম্যাচে ততই ভাল খেলার সম্ভাবনা বাড়বে। এই সবকিছুর পিছনে আমার কঠোর পরিশ্রম রয়েছে। পিছনের দিকে বাউন্ডারিগুলি মাত্র ৫৯-৬০ মিটারের থাকে, তাই আমি সেই বাউন্ডারি পার করার চেষ্টা থাকি। কিছু কিছু সময় তো আগে থেকে কোন শট খেলব তা নির্ধারিতই থাকে। তবে অনেক সময় সেই শট খেলার মতো ঠিক জায়গায় বল না পেলে অন্য শট খেলতে প্রস্তুত থাকতে হয়। আমি সবসময় ফিল্ডারদের মাঝে ফাঁক খোঁজার চেষ্টা করি। দ্রাবিড়ও স্বাধীনভাবে আমায় নিজের খেলাটা খেলতে দেন।'
দ্বিতীয় দ্রুততম শতরান
২০২১ সালের মার্চ মাসে জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তারপর দুই বছরও কাটেনি, ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের (Team India) অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন সূর্যকুমার যাদব। শনিবার, ৭ জানুয়ারি ফের একবার তিনি নিজের দক্ষতা প্রমাণ করলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs SL 3rd T20) মাত্র ৪৫ বলে নিজের শতরান পূরণ করলেন সূর্য।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিংহভাগ ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও, সূর্যকুমার যাদব কিন্তু সুন্দর অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সেই ফর্ম অব্যাহত রাখলেন সূর্য। রাহুল ত্রিপাঠী ১৬ বলে ৩৫ রানের ইনিংসে ভারতীয় দলের ভিত গড়ে দিয়েছিলেন। সেই ভিতেই ইমারত গড়লেন সূর্যকুমার। শুরু থেকে আগ্রাসী ছন্দে ব্যাট করা সূর্য মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। ৫০ করার পর তো তাঁর রান করার গতি আরও বেড়ে যায়। মাত্র ৪৫ বলেই শতরান হাঁকিয়ে ফেলেন তিনি। এটি টি-টোয়েন্টির ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান। শেষমেশ ১১২ রানে অপরাজিত থাকেন সূর্য।
আরও পড়ুন: চেয়ারম্যান ফের চেতন, নেই বাংলার কেউ, ভারতীয় দলের নির্বাচক কমিটিতে সুব্রত