IND vs WI 4th ODI: টি-টোয়েন্টি সিরিজ়ে সমতায় ফিরে সমালোচকদের জবাব দিলেন অধিনায়ক হার্দিক
India vs West Indies 4th T20I: ৯ উইকেটে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজে সমতায় ফেরে ভারত।
ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার পর তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। প্রবল সমালোচনায় জর্জরিত হয়েছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে দুরন্ত জয় পেয়ে সিরিজ়ে সমতায় ফিরে এসেছে টিম ইন্ডিয়া। সিরিজে সমতায় ফিরে হার্দিক স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় দল নিজের ভুলেই প্রথম দুইটি ম্যাচে পরাজিত হয়েছিল। তবে পরবর্তীতে নিজেদের ভুল শুধরেই সিরিজে জয়ের সরণীতে ফিরতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের (India vs West Indies 4th T20I) পর হার্দিক বলেন, 'আমি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অধিনায়কত্ব করি। পরিস্থিতি অনুযায়ীই সবরকমের সিদ্ধান্ত নিই। হ্যাঁ, আমরা দুইটি ম্যাচ হেরেছিলাম বটে, তবে সেটা নিজেদের দোষেই। আমরা সহজ জয়ের দিকে এগোচ্ছিলাম, কিন্তু শেষ চার ওভারে ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যায়। ওই দুই হারের পর বাকি দুই ম্যাচে আমরা যেমনভাবে ফিরে আসি, তা আমাদের তৎপরতার পরিচয়বাহক। এই কামব্যাক প্রমাণ করে দেয় যে আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভাল ক্রিকেট খেলেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে কেউই ফেভারিট হয় না। মাঠে নেমে ভাল ক্রিকেটটা খেলতে হয়। প্রতিপক্ষকেও তো যথাযোগ্য সম্মান জানাতে হয়। ওরা আমাদের থেকে বেশি ভাল ক্রিকেট খেলেছে, তাই জিতেছে। পরের ম্যাচেও আমাদের এমনভাবেই খেলতে হবে।'
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ১৭৮ রান তাড়া করতে নেমে ভারতের দুই তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) দুর্দান্ত ১৬৫ রান যোগ করেন। তরুণ দুই ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক। ভারতীয় অধিনায়ক বলেন, 'ওরা দুর্দান্ত ক্রিকেটার। ওদের প্রতিভা নিয়ে কোনদিনই কোনওরকম সন্দেহ ছিল না। ওদের খালি ক্রিজে কিছুটা সময় কাটানোর প্রয়োজন ছিল। যশস্বী এবং শুভমন দুরন্ত ক্রিকেট খেলেছে। ওদের ব্যাটিং দেখতে বেশ মজাও পেয়েছি। তবে ভবিষ্যতে আমাদের দলগতভাবে ব্যাটিং বিভাগে আরেকটু দায়িত্ব নিতে হবে। সবাই মিলে বোলারদের সাহায্য করতে হবে, ওদেরকে সুবিধা করে দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে সবসময়ই মনে করি বোলাররা ম্যাচ জেতায়। '
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ফ্লোরিডায় চোখধাঁধানো অর্ধশতরান হাঁকিয়ে হার্দিককে ধন্যবাদ জানালেন যশস্বী