মেলবোর্ন: পরপর দুই টেস্টে ব্যাটিং অর্ডারের নতুন জায়গায় নেমে ব্যর্থ হয়েছেন। তার জেরে কি ব্যাটিং অর্ডার বদলে ফেলতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)?
সব কিছু ঠিকঠাক চললে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ফের ইনিংস ওপেন করতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। যে জায়গায় ব্যাট করেন ভারত অধিনায়ক। কে এল রাহুলকে পাঠানো হতে পারে তিন নম্বরে।
সন্তান জন্মের জন্য পারথে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে নেমেই দুর্দান্ত ইনিংস খেলেন কে এল রাহুল। প্রথম টেস্টে বেশ ঝকঝকে মনে হয়েছিল রাহুল ও যশস্বী জয়সওয়াল জুটিকে। সেই ম্যাচও জেতে ভারত। দ্বিতীয় টেস্টে রোহিত একাদশে ফিরলেও তিনি চাননি সফল জুটিকে ভাঙতে। সেই কারণে তিনি ফেরার পরও ভারতের হয়ে পরের দুই টেস্টে ওপেনিং করেন রাহুল ও যশস্বী। রোহিত নামে ৬ নম্বরে।
কিন্তু ছয়ে নেমে রান পাননি রোহিত। তিনি অ্যাডিলেড ও ব্রিসবেনে ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুই টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ছয় নম্বরে ব্যাট করানো অর্থহীন।
আরও পড়ুন: পি ভি সিন্ধুর রিসেপশনে চাঁদের হাট, অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর অনুষ্ঠানে মেন্যুতে কী ছিল?
রোহিত ইনিংস ওপেন করতে নামলে ওপেনিং থেকে সরানো হবে কে এল রাহুলকে। তবে যা খবর, তাতে রাহুলকে খুব একটা নীচে ব্যাট করতে হবে না। তাঁকে খেলানো হতে পারে তিন নম্বরে। আগের টেস্টগুলিতে ৩ নম্বরে ব্যাট করেছেন শুভমন গিল। কিন্তু সাম্প্রতিক অতীতে বিদেশের মাটিতে গিলের পারফর্ম্যান্স নিয়ে আছে প্রশ্ন। প্রায় তিন বছর বিদেশের মাটিতে টেস্টে হাফ সেঞ্চুরিও নেই গিলের। সেক্ষেত্রে মেলবোর্নে গিলকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হবে কি না, তা নিয়েও চলছে জোর জল্পনা।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।