আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে ভারতের উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল (KL Rahul) ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। রাহুল এখন ভারতের ব্যাটিং লাইন আপে ৬ নম্বরে নামছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁর রান যথাক্রমে ২ এবং ১০।
ইংরেজ স্পিনার আদিল রশিদের বিরুদ্ধে নাকানিচোবানি খেতে দেখা যাচ্ছে রাহুলকে। যা দেখে ভারতের একজন প্রাক্তন নির্বাচক বিস্মিত। রাহুলের সাম্প্রতিক ফর্মের জন্য প্রধান কোচ গৌতম গম্ভীরকে দায়ী করেছেন ওই প্রাক্তন নির্বাচক।
কে এল রাহুল সাধারণত ভারতীয় দলের হয়ে ৫ নম্বরে ব্যাট করেন। উইকেটকিপার ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে বেশিরভাগ সময়ই ছন্দে ছিলেন, ১১ ম্যাচে ৭৫.৩৩ -এর অবিশ্বাস্য গড়ে ৪৫২ রান করেছিলেন। তবে গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পর থেকে, রাহুলের ব্যাটিং অর্ডার বদলে দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছিলেন ওয়াশিংটন সুন্দর, ইংল্যান্ডের বিপক্ষে অক্ষর পটেলদের তাঁর আগে ব্যাট করতে পাঠানো হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রাক্তন জাতীয় নির্বাচক সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "কে এল ভারতের হয়ে 5 নম্বরে অসামান্য। ও প্রায় ১৩০০ রান (১২৫৯) করেছে এবং ৬০ এর কাছাকাছি গড়ে প্রায় ১০০ (৯৫.৪৫) এর স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেছেন। তাহলে আপনি কেন বিষয়টি জটিল করে তুলতে চান?"
যদিও রাহুলকে নীচে নামালেও ভারত সামগ্রিকভাবে উপকৃত হয়েছে বলেই মনে করা হচ্ছে। আগের ম্যাচেই কারণ অক্ষর পটেল দুর্দান্ত ইনিংস খেলেছেন, যা ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পথ দেখিয়েছে।
ঋষভ পন্থের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ওয়ান ডে দলে আছেন। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।
আরেক প্রাক্তন ভারতীয় খেলোয়াড়, যিনি গম্ভীরের সঙ্গে কাজও করেছেন, নাম প্রকাশ করা যাবে না এই শর্তে পিটিআইকে বলেছেন যে, এটি রাহুল এবং পন্থ উভয়ের জন্যই একটি দুর্ভাগ্যজনক দৃশ্য। তিনি যুক্তি দিয়েছেন যে, গম্ভীর মাল্টি টাস্কিং খেলোয়াড়দের বিশ্বাস করে (যে প্লেয়ার ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে সবরকম দায়িত্ব নিতে প্রস্তুত) এবং কিছু দ্রুত রান তুলতে উপমহাদেশীয় পরিস্থিতিতে সর্বদা অক্ষরকে ভরসা করবে।
ওই বিশেষজ্ঞের কথায়, যদি অক্ষর খেলতে থাকে তবে পন্থ খেলতে পারবে না। এবং অক্ষর এই পরিস্থিতিতে খেলবে। তাই, শুধু পন্থের পক্ষে এটি কেবল দুর্ভাগ্যজনক নয় যে, দলে জায়গা খুঁজে পাচ্ছে না। রাহুলের জন্য এটি আরও কঠিন হতে চলেছে। কারণ ও ৪ নম্বরে ব্যাট করার ক্রিকেটার।"
আরও পড়ুন: ভারতের ম্যাচে ফ্লাডলাইট বিপত্তি, কারণ দর্শাতে বলল ওড়িশা সরকার, বিদ্রুপ পাকিস্তান থেকে!