কলকাতা: মহিলাদের টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালের আগেই ছিটকে যেতে হয়েছে ভারতীয় দলকে। তারপরই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তবে সেই সিরিজে খেলতে পারছেন না শিলিগুড়ির উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। তাঁকে ছাড়াই দলঘোষণা হয়ে গেল।


কেন ভারতীয় দলে নেই রিচা? বাঙালি ক্রিকেটারের সামনেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার প্রস্তুতি নেওয়ার জন্যই ২১ বছরের ক্রিকেটার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই।


মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের সামনে ছিল নিউজ়িল্যান্ড। সেই ম্যাচ হেরে গিয়ে অভিযান শুরু করেছিলেন হরমনপ্রীত কৌররা। সেই ধাক্কা গোটা টুর্নামেন্টে আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। সেমিফাইনালের দৌড়েও পিছিয়ে পড়ার শুরু। 


 






ভারতের ঘরের মাঠে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত ও নিউজ়িল্যান্ড। তিনটি ম্যাচই হবে আমদাবাদে। ২৪, ২৭ এবং ২৯ অক্টোবর হবে ভারত বনাম নিউজ়িল্যান্ড ওয়ান ডে। সেই সিরিজ়ে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে হরমনপ্রীতের নাম ঘোষণা করেছে বোর্ড। যদিও তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে নির্বাচকেরা এখনও হরমনপ্রীতের উপর ভরসা রাখছেন।


আরও পড়ুন: চোটে অনিশ্চিত ঋদ্ধিমান, শততম ম্যাচে অভিমন্যুকে ঘিরে আগ্রহ, কল্যাণীতে বাংলার কাঁটা বৃষ্টি






নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারত যে দল ঘোষণা করেছে, সেখানে নতুন মুখ হিসাবে সুযোগ পেয়েছেন চার ক্রিকেটার। দুই অলরাউন্ডার সায়ালি সাতঘোরে ও সাইমা ঠাকোরের সঙ্গে সুযোগ পেয়েছেন লেগস্পিনার প্রিয়া মিশ্র এবং ব্যাটার তেজল হাসাবনিস। চোটের কারণে এই সিরিজ়ে নেই লেগ স্পিনার আশা শোভানা। বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার পূজা বস্ত্রকারকে।



 

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল

হরমনপ্রীত কৌর  (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, ডি হেমলতা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), ঊমা ছেত্রী (উইকেটকিপার), সায়ালি সাতঘোরে, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, তেজাল হাসাবনিস, সাইমা ঠাকোর, প্রিয়া মিশ্র, রাধা যাদব ও শ্রেয়াঙ্কা পাটিল।


আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।