হারারে: আগেই সিরিজ দখলে চলে এসেছে। শুধু ছিল নিয়মরক্ষার লড়াই। আর তাতে নিজেদের আরও একবার ঝালিয়ে নেওয়া। জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্য়াচে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৭/৬ বোর্ডে তুলতে পারল ভারত। নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান হাঁকালেন সঞ্জু স্যামসন। ক্যামিও ইনিংস খেললেন শিবম দুবে। অপরাজিত থাকলেন রিঙ্কু সিংহ। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা। একাদশে ছাতারা এদিনের ম্য়াচে খেলেননি। ভারতীয় একাদশেও দুটো পরিবর্তন করা হয়। দলে আসেন মুকেশ কুমার ও রিয়ান পরাগ। ওপেনিং জুটি আগের ম্য়াচে ভারতকে জিতিয়ে দিয়েছিলেন। এদিন যদিও ওপেনিং জুটি রান পাননি। প্রথম ওভারেই সিকান্দার রাজা তুলে নেন জয়সওয়ালের উইকেট। ১২ রান করে বোল্ড হয়ে ফিরে যান তিনি। শুভমনও খুব বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। তিনি ১৩ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন। তবে এরপরই দলের হাল ধরেন সঞ্জু স্য়ামসন। রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। স্যামসন একটু চালিয়ে খেললেও রিয়ান পরাগ ছিলেন কিছুটা স্লথ। রাজস্থান রয়্যালস অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে একটি মাত্র অর্ধশতরান হাঁকিয়েছিলেন। আজ দ্বিতীয় অর্ধতরান হাঁকিয় ফেললেন তিনি। যদিও অর্ধশতরানের পরই উইকেট হারান স্যামসন। ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। যার মধ্য়ে একটি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। পরাগ ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 


 






অন্য়দিকে শিবম দুবে এদিন ব্যাট হাতে একটু মারমুকি মেজাজে খেলছিলেন। কিন্ত রিঙ্কু সিংহের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ফিরে যান ১২ বলে ২৬ রান করে। দুটো বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান তিনি। রিঙ্কু ৯ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। 


জিম্বাবোয়ের বোলারদের মধ্যে একমাত্র মুজারাবানি দুরন্ত বোলিং করেন। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান খরচ করে ২ উইকেট নেন তিনি। সিকান্দার রাজা ১ উইকেট নিলেও ৪ ওভারে ৩৭ রান খরচ করেন তিনি। 


আরও পড়ুন: স্যামসনের অর্ধশতরান, দুবের ক্যামিও, ২০ ওভারে ভারতের স্কোর ১৬৭/৬