India Women vs Australia Women: বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর আশা কার্যত শেষ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারল ভারত

INDW vs AUSW: সেমিফাইনালে নিজদের স্থান পাকা করতে অস্ট্রেলিয়াকে শুধু হারালেই চলবে, ভারতকে ভাল ব্যবধানে জয়টা নিশ্চিত করাও ভীষণ জরুরি।

ABP Ananda Last Updated: 13 Oct 2024 11:00 PM
INDW vs AUSW Live: সেমিফাইনালের আশা কার্যত শেষ

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ ভারত। হরমনপ্রীত কৌর হাফসেঞ্চুরি হাঁকালেও, তা জয়ের জন্য যথেষ্ট হল না। ১৪২ রানেই থামল ভারতের ইনিংস। এই পরাজয়ে ভারতের সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে দাঁড়াল। 

women's T20 World Cup Live: খারাপ ব্যাটিং ভারতের

১০ রান প্রতি ওভারের থেকেও বেশি প্রয়োজন। এমন পরিস্থিতিতে ১৭ ওভারে উঠল মাত্র এক রান। উপরন্তু রিচা ঘোষ রান আউটও হন। ভারতের বর্তমান স্কোর ১১২/৫। 

INDW vs AUSW Live: রানের গতি বাড়াতে গিয়ে দীপ্তি আউট

৬৩ রানের পার্টনারশিপ ভাঙলেন মোলিনিউ। রানের গতি বাড়াতে গিয়ে বড় শট মেরেছিলেন দীপ্তি। কিন্তু বল বাউন্ডারি লাইনে ওয়েরহ্যামের হাতে ধরা দিল। ২৯ রানে ফিরলেন দীপ্তি। তবে ওভার থেকে ১২ রান এসেছে।

women's T20 World Cup Live: শতরান পার

১৬তম ওভারের প্রথম ওভারে তিন উইকেটের বিনিময়ে শতরানের গণ্ডি পার করল ভারত। তবে হরমনপ্রীত এখনও ব্যাটে বলে সঠিকভাবে সংযোগ ঘটাতে পারছেন না। তিনি ১০০-র কম স্ট্রাইক রেটে ২৯ রানে ব্যাট করছেন।

INDW vs AUSW Live: সেমিফাইনালে অজ়িরা

প্রথম দল হিসাবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে সরকারিভাবে কোয়ালিফাই করে গেল অস্ট্রেলিয়া। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচে কিন্তু এখনও কড়া টক্কর হওয়ার পূর্ণ সম্ভাবনা। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৭৫/৩। হরমপ্রীত ১৫ ও দীপ্তি ১৪ রানে ব্যাট করছেন।

women's T20 World Cup Live: কঠিন হচ্ছে চ্যালেঞ্জ

ইনিংসের মাঝপথে ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৬৭ রান। শেষ ১০ ওভারে জয়ের জন্য আরও ৮৫ রানের প্রয়োজন। ভারতের সামনে যে রান তাড়া করাটা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে, তা বলাই বাহুল্য। 

INDW vs AUSW Live: পাওয়ার প্লে শেষ

দুরন্ত ওভার করে ভারতের ব্যাটিং পাওয়ার প্লে শেষ করলেন সোফি মলিনিউ। স্মৃতি মান্ধানাকে ছয় রানে তো আউট করলেনই, পাশাপশি মাত্র দুই রান খরচ করলেন তিনি। ভারতের স্কোর ছয় ওভার শেষে ৪১/২।

women's T20 World Cup Live: শেষ বলে ১৫০ পার করল অস্ট্রেলিয়া

শেষ বলে ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে ১৫০ রানের গণ্ডি পার করালেন লিচফিল্ড। বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে ভারতের সামনে ১৫২ রানের লক্ষ্য।

INDW vs AUSW Live: পেরির বড় উইকেট

পেরি ও লিচফিল্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিরুদ্ধে দুরন্ত ১৮তম ওভার করেন রাধা যাদব। মাত্র পাঁচ রান দেন তিনি। পরের ওভারেই দীপ্তি ৩২ রানে ব্যাট করা আগ্রাসী পেরিকে আউট করেন। ১৩৩ রানে ষষ্ঠ উইকেট হারাল অজ়িরা।

women's T20 World Cup Live: পঞ্চম সাফল্য

১৫তম ওভারে শতরানের গণ্ডি পার করে। অ্যাশলে গার্ডেনারের বিরুদ্ধে ওভারে কট বিহাইন্ডের জোর আপিল হয়। ভারত ডিআরএসও নেয়। তবে তাতে সিদ্ধান্ত বদল হয়নি। তবে পরের বলেই তাঁকে আউট করেন পূজা। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০১/৫।

INDW vs AUSW Live: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে ৩৭ রান তুলল অস্ট্রেলিয়া। ভারতকে দুই সাফল্য এনে দিয়েছেন রেণুকা ঠাকুর।

women's T20 World Cup Live: দুরন্ত শুরু

মরণ-বাঁচন ম্য়াচে ভারতের শুরুটা দুরন্তভাবে হল। পরপর ওভারে জোড়া সাফল্য এনে দিলেন রেণুকা। ওরহ্যামকে খাতার খোলার আগেই আউট হন। বেথ মুনির সংগ্র দুই

INDW vs AUSW Live: টস জিতল অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান অধিনায়ক থালিয়া ম্যাকগ্রার। চোটের জন্য খেলছেন না অ্যালিসা হিলি। 

women's T20 World Cup Live: শারজায় ভারতের প্রথম ম্যাচ

ভারতীয় দল এর আগে নিজেদের তিনটি ম্যাচই দুবাইতে খেলেছে। এই বিশ্বকাপে এই প্রথমবার শারজায় খেলছে ভারতীয় দল। 

INDW vs AUSW Live: হিলির ফিটনেস নিয়ে সংশয়

ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি ক্রাচে ভর করে আসেন। তাঁকে বাস থেকে ক্রাচ নিয়েই নামতে দেখা যায়। ম্যাচে তাঁর খেলা তাই কার্যত অসম্ভব। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও সরকারিভাবে কিছুই জানায়নি। 

প্রেক্ষাপট

শারজা: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women's T20 World Cup 2024) আজ নিজেদের গ্রুপে শেষ ম্য়াচে ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার (INDW vs AUSW) বিরুদ্ধে। ২ দলের কাছেই এই ম্য়াচটি ভীষণ গুরুত্বপূর্ণ। যে দল জিতবে তাঁরাই সেমির টিকিট প্রায় পাকা করে ফেলবে। প্রথম ম্য়াচে কিউয়িদের বিরুদ্ধে হারের পর পরের দুটো ম্য়াচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীত বাহিনী।


এই ম্য়াচটি জিতলে ভারত ৬ পয়েন্টে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করবে। অন্যদিকে অস্ট্রেলিয়াও শেষ ম্য়াচে জিতলে ৬ পয়েন্টে থেকে শেষ করবে। শারজায় যে মাঠে খেলা, সেই পিচে বড় রান বোর্ডে ওঠে না খুব একটা। হাই স্কোরিং ভেনু একেবারেই না এটি। স্পিনাররা সবসময়ই ড্রাইভিং সিটে থাকেন এই মাঠে। এছাড়া পেসাররাও সুবিধে পান। 


টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর নিজেদের রান রেটে অনেকটা পিছিয়ে গিয়েছিল ভারত। তাঁদের রান রেট দাঁড়িয়েছিল -২.৯০। কিন্তু এরপরের দুটো ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে কিছুটা রান রেট ভাল জায়গায় নিয়ে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। 


ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায়, তবে অজিরা সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে। সেক্ষেত্রে ভারত তখন তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের দিকে। হরমনপ্রীতরা চাইবেন যে পাকিস্তান ও নিউজিল্যান্ড তাদের বাকি দুটো ম্য়াচের মধ্যে যে কোনও একটি ম্য়াচে যেন হেরে যায়। 


দুটো শিবিরেই চোট আঘাতর তেমন কোনও সমস্যা নেই। আগের ম্য়াচে হরমনপ্রীত ও স্মৃতি দুজনেই অর্ধশতরান হাঁকিয়েছেন। রান পেয়েছেন শেফালি ভার্মাও। ওপেনিং পার্টনারশিপে বড় রান বোর্ডে উঠেছিল। যা কিছুটা প্লাস পয়েন্ট ভারতের জন্য। বোলিং ডিপার্টমেন্টেও অরূন্ধতী, রেনুকারা ধীরে ধীরে ছন্দে ফিরেছেন। তবে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে যে চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে, তা নিশ্চিত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.