মুম্বই: ঘরের মাঠেই শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একের পর এক সিরিজ, তবে কোনও সিরিজেই ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পাননি সরফরাজ খান (Srafaraz Khan)। সাম্প্রতিক সময়ে রঞ্জি ট্রফিতে সরফরাজ একের পর এক শতরান হাঁকিয়েছেন, ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতার জুড়ি মেলা ভার। তা সত্ত্বেও ২৫ বছর বয়সিকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। সেই নিয়ে বহু বিশেষজ্ঞ থেকে সমর্থকরা ইতিমধ্যেই নিজেদের মতামত জানিয়েছেন। এই নিয়ে এবার অবশেষে মুখ খুললেন জাতীয় নির্বাচকও।


বিসিসিআইয়ের পাঁচ নির্বাচকদের অন্যতম শ্রীধরণ শরথ সরফরাজের বিষয়ে কথা বলতে গিয়ে জানান মুম্বইয়ের তারকা ব্যাটার সঠিক সময়ে ঠিক সুযোগ পাবেন। শরথ বলেন, 'আমরা ওর উপর অবশ্যই নজর রেখেছি। সঠিক সময়ে ও দলে সুযোগ পাবে। দল নির্বাচনের সময় আমাদের দলের ভারসাম্য বজায় রাখার বিষয়টাও দেখতে হয়।' সরফরাজ ইতিমধ্যেই চলতি রঞ্জি মরসুমে তিনটি শতরান করে ফেলেছেন। তিনি কবে জাতীয় দলে সুযোগ পান সেটাই দেখার।


ভারতীয় সাজঘরে ধোনি


নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল (Ind vs NZ) পৌঁছে গিয়েছে রাঁচিতে। ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হট ফেভারিট ভারত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নতুন সিরিজে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া ভারতীয় দল। প্রথম ম্যাচ শুক্রবার, রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে।


যে ম্যাচের জন্য বৃহস্পতিবার জোরকদমে প্রস্তুতি সারলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর তার মাঝেই ভারতের প্র্যাক্টিসের সময় হাজির হয়ে গেলেন এক কিংবদন্তি। যাঁকে দেখে খুশিতে ডগমগ হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ বা বাংলার মুকেশ কুমাররা। হাতে ডাব। পিঠে রুকস্যাক। পরনে নীল জংলা ছাপ জার্সি। নতুন হেয়ারস্টাইল। ঠোঁটের কোণায় ঝকঝকে হাসি। তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ড্রেসিংরুম এখনও আগের মতোউ উদ্বেলিত হয় ধোনিকে দেখে।


আপাতত রাঁচিতেই আইপিএলের জন্য প্রস্তুতি সারছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল খেলছেন ক্যাপ্টেন কুল। এদিকে ভারতীয় দলও রয়েছে রাঁচিতে। যেখানে পা রেখেই ধোনির সঙ্গে দেখা করতে ছুটেছিলেন হার্দিক। তারপরই ভারতের প্র্যাক্টিসের ফাঁকে দেখা গেল ধোনিকে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হার্দিক বলেন, 'দারুণ লাগছে। মাহি ভাই আছে শহরে। দেখা করার সুযোগ পাওয়া যায়। ক্রিকেটের জন্য এত ঘুরতে হয় যে, বেশি দেখা সাক্ষাতের সুযোগ হয় না। মাহি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। এত ঠাসা ক্রীড়াসূচি যে এক হোটেল থেকে আরেক হোটেলেই সময় কেটে যাচ্ছে।'


যোগ করেছেন, 'যখন মাহি ভাইয়ের সঙ্গে খেলেছি তখন অনেক পরামর্শ নিয়েছি। এখন দেখা হলে চেষ্টা করি ক্রিকেটকে দূরে সরিয়ে জীবনের অন্যান্য বিষয় নিয়ে বেশি কথা বলার। যখন একসঙ্গে খেলতাম, ক্রিকেট নিয়ে ধোনি ভাইকে প্রায় নিংড়ে নিয়েছি।'


আরও পড়ুন: ওয়ান ডে সিরিজের ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ, রাঁচিতে কিউয়িদের মুখোমুখি হার্দিকের ভারত