কলকাতা: বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার সময় রাজধানীর বুকে চলন্ত বাসে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় নড়ে গিয়েছিল গোটা দেশ। নির্ভয়া কাণ্ড ভারতের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হয়ে থেকে গিয়েছে। সেই ঘটনার পর অপরাধীদের প্রায় প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছিল। তাতেও কি ছবিটা আদৌ বদলেছে?
ভারতীয় মহিলা দলের তারকা জেমাইমা রড্রিগেজের অন্তত উপলব্ধি, কিছুই বদলায়নি। আর জি কর হাসপাতালে (RG Kar Doctors Death) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় কেঁপে গিয়েছেন ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। জানালেন, কতটা ছটফট করে উঠেছেন ঘটনার বীভৎসতায়। এবং কীভাবে তিনি এর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন নির্ভয়া কাণ্ডের।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেমাইমা লিখেছেন, 'আর একটা ভয়ঙ্কর ধর্ষণ। আর একটা এটা উপলব্ধি করার দিন যে, মহিলারা কোথাওই সুরক্ষিত নয়। আর একটা বর্বরতা যা মনে করিয়ে দেয়, নির্ভয়া কাণ্ডের এক দশক পরেও কিছুই সেভাবে পাল্টায়নি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।