INDW vs ENGW Live: গ্রুপ-২ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে পরাস্ত ভারত

IND vs ENG: এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে জয় পেলেও, ভারত একটিও ম্য়াচ জিততে পারেনি। সেই অতীত রেকর্ড বদলে ফেলার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।

ABP Ananda Last Updated: 18 Feb 2023 09:54 PM
INDW vs ENGW Live Score: গ্রুপ-২ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে পরাস্ত ভারত

গ্রুপ-২ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে পরাস্ত ভারত। 

INDW vs ENGW Live Score: অর্ধশতরান করেই আউট

১৬ ওভার শেষে ভারতের স্কোর ১০৫/৪। ভারতের তারকা ওপেনার স্মৃতি দুরন্ত এক অর্ধশতরান হাঁকালেন। তবে তারপরেই ৫২ রানে সাজঘরে ফিরলেন তিনি। ভারতকে জয়ের জন্য শেষ চার ওভারে ৪৭ রান করতে হবে। ক্রিজে ২২ রানে ব্যাট করছেন রিচা ঘোষ। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা।

INDW vs ENGW Live Updates: হতাশ করলেন জেমাইমা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুরন্তভাবে করেছিলেন জেমাইমা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হলেন তিনি। ১৬ বলে মাত্র ১৩ রানে করে সাজঘরে ফিরলেন ভারতের তারকা ব্যাটার। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। ব্যাটিং ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ৬২/২। জয়ের জন্য বাকি ৬০ বলে ভারতকে আরও ৯০ রান করতে হবে।

INDW vs ENGW Live Score: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লে শেষে এক উইকেটের বিনিময়ে ৪০ রান তুলল ভারত। স্মৃতি মান্ধানা ২৫ ও জেমাইমা রডরিগেজ ২ রানে ব্যাট করছেন। শেফালি ৮ রান করে সাজঘরে ফিরেছেন।

INDW vs ENGW Live Updates: মন্থর শুরু

দুই ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১ রান। শেফালি ভার্মা ৬ ও স্মৃতি মান্ধানা ২ রানে ব্যাট করছেন।

INDW vs ENGW Live Score: রেণুকার পাঁচ

অনবদ্য রেণুকা সিংহ। বল হাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার পাঁচ উইকেট উইকেট নিলেন ভারতের তারকা বোলার। ইনিংসের শেষ ওভারে অ্যামি জোন্সকে ৪০ ও ক্যাথরিন স্কিভার-ব্রান্টকে শূন্য় রানে ফেরান রেণুকা। ১৫১/৭ রানে ইনিংস শেষ করল ইংল্যান্ড।

INDW vs ENGW Live Updates: সাফল্য পেলেন দীপ্তি

অর্ধশতরানের পরেই স্কিভার-ব্রান্টকে সাজঘরে ফেরত পাঠালেন দীপ্তি শর্মা। ৫০ রানে আউট হন তিনি। রিভার্স স্যুইপ মারতে গিয়ে উদ্যত স্কিভার-ব্রান্ট ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি। শর্ট থার্ড ম্যানে ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ ধরেন স্মৃতি মান্ধানা।

INDW vs ENGW Live Score: শতরানের গণ্ডি পার

১৫তম ওভারে শতরানের গণ্ডি পার করল ইংল্যান্ড। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০৬/৪। ন্যাচ স্কিভার-ব্রান্ট ৪৭ ও অ্যামি জোন্স ১৬ রানে ব্যাট করছেন। 

INDW vs ENGW Live Updates: আগুন ঝরাচ্ছেন রেণুকা

বল হাতে আগুন ঝরাচ্ছেন রেণুকা। অধিনায়ক হরমনপ্রীতের তাঁকে তৃতীয় ওভার দেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করলেন রেণুকা। প্রথম দুই ওভারের পর তৃতীয় ওভারেও পেলেন উইকেট। এবার তাঁর শিকার সোফিয়া ডাঙ্কলি। ১০ রানে ডাঙ্কলিকে ফেরালেন রেণুকা। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২৯/৩।

INDW vs ENGW Live Score: প্রথম জয়ের সুযোগ

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মহিলা দল পাঁচটি ম্যাচ জিতলেও, ভারতীয় দল এখনও একটিও ম্যাচ জিততে পারেনি। সেই রেকর্ড বদলে ফেলার হাতছানি হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলের সামনে।

INDW vs ENGW Live Updates: দুরন্ত শুরু

বল হাতে দুরন্তভাবে ইনিংসের শুরুটা করল ভারতীয় দল। প্রথম ওভারের তৃতীয় বলেই ড্যানি ওয়াটকে শূন্য রানে সাজঘরে ফেরান রেণুকা সিংহ। এরপর তৃতীয় ওভারে আবারও সাফল্য পেলেন রেণুকা। এবার তিনি অ্যালিস ক্যাপসেকে ৩ রানে ফেরালেন। ৩ ওভার শেষে ইংল্যানডের স্কোর ১৪/২।

INDW vs ENGW Live Score: ভারতের বোলিং

ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতীয় একাদশে এই ম্যাচের জন্য একটি বদল ঘটানো হল। দলে এলেন শিখা পান্ডে।

প্রেক্ষাপট

কেপ টাউন: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচে জয় পেলেই গ্রুপ শীর্ষে থাকার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে। তবে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে জয় পেলেও, ভারত একটিও ম্য়াচ জিততে পারেনি। সেই অতীত রেকর্ড বদলে ফেলার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.