বেঙ্গালুরু: গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের দিন দুবাইয়ে উপস্থিত ছিলেন তিনি। তবে ক্রিকেটার হিসাবে নয়, দর্শক হিসাবেই ম্যাচ দেখতে গিয়েছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। তবে সম্প্রতি এক ভিডিও দেখেই চারিদিকে হুলুস্থুল পড়ে গিয়েছে। অনেকের অনুরাগীরই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ার পর্যন্ত পরামর্শ দিয়েছেন।

যশপ্রীত বুমরা পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে ছিটকে গিয়েছেন। তাঁকে প্রাথমিক দলে রাখা হলেও, সময়মতো ফিট হতে না পারায় বাধ্য হয়েই তাঁকে ছাড়াই মরুদেশে মেগা টুর্নামেন্টে নেমেছে ভারত। বুমরা এদিকে নিজের চোট সারানোর জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চালাচ্ছেন বলে আগেই জানিয়েছিলেন তাঁর স্ত্রী। অস্ট্রেলিয়া সিরিজ়ের পর এই প্রথম চোট বুমরাকে বোলিং করতে দেখা গেল। তিনি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন।

 

সেই ভিডিওতে খানিকটা ছোট রান আপ এবং পায়ের ওপর হালকা চাপ দিয়েই বুমরাকে বোলিং করতে দেখা গিয়েছে। তবে সেই রান আপ নিয়েও অনবদ্য 'বুম বুম'। একবারে দুরন্ত স্যুইং করা বলে মিডল স্টাম্প হিট করলেন তিনি। এই ভিডিও দেখেই সমর্থকরা তারকা আপ্লুত। অনেকেই তারকা বোলারকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের হয়ে মাঠে নেমে পড়ারও অনুরোধ করেছেন। যদিও তা সম্ভব নয়। 

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝপথেই আরেক ভারতীয় তারকার চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তিনি শুভমন গিল। সম্ভবত ওয়ান ডেতে ভারতীয় দলের সবথেকে ইনফর্ম ব্যাটার। বুধবার, গোটা ভারতীয় দল আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলন করলেও, অনুশীলন করেননি কেবল শুভমন গিল। এরপরেই তাঁর ফিটনেস নিয়ে স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের উদ্বিগ্ন হন। বর্তমান সময়ে সীমিত ওভারের ক্রিকেটে গিলই ভারতের সবথেকে ইনফর্ম ব্যাটার। বিশ্বের এক নম্বর ওয়ান ডে ব্যাটারও (আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে) গিল। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহেই ভারতীয় দলের জন্য চিন্তার বিষয়। তবে সেইসব চিন্তাভাবনার অবসান ঘটল।

বৃহস্পতিবার, ভারতীয় দলের অপশনাল অনুশীলন ছিল। পাকিস্তানের বিরুদ্ধ জয়ের পর বুধবার গোটা ভারতীয় দলই প্রথমবার অনুশীলনের জন্য মাঠে নেমেছিল। যেহেতু এখনও কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে খানিকটা সময় বাকি রয়েছে। তাই বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার অনুশীলন সেশন অপশনালই রাখা হয়েছিল। কিন্তু বুধবার অনুশীলন না করলেও এদিন গিল অনুশীলনে আসেন এবং দীর্ঘক্ষণ অনুশীলনও সারেন। ফলে তাঁর ফিটনেস নিয়ে আর উদ্বেগের কারণ রইল না। 

আরও পড়ুন: এক দশক পর হলুদ জার্সি গায়ে চাপালেন আর অশ্বিন, ভাইরাল হল ভিডিও