নয়াদিল্লি: ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ODI World Cup 2023)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে বিসিসিআইয়ের তরফে ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth) বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' (Golden Ticket) দেওয়া হল। এই টিকিটের সুবাদে বিশ্বকাপের সময় রজনীকান্ত নিজের ইচ্ছায় কার্যত যেখানে খুশি যেতে পারেন।


বিসিসিআইয়ের তরফে বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) 'থালাইভা'র হাতে এই বিশেষ টিকিটটি তুলে দেন। বিসিসিআইয়ের তরফে একটি ছবি শেয়ার করে লেখা হয়, 'শুধু সিনেমায় যার পরিসর সীমাবদ্ধ নয়। বিসিসিআই সচিব জয় শাহ শ্রী রজনীকান্তের হাতে গোল্ডেন টিকিট তুলে দেন। জাতি, ভাষার উর্ধ্বে শত কোটি মানুষের হৃদয়ে ছাপ ফেলেছেন এই কিংবদন্তি অভিনেতা। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে থালাইভা আমাদের বিশেষ অতিথি হিসাবে বিশ্বকাপে উপস্থিত থাকবেন এবং নিজের উপস্থিতির মাধ্যমে ক্রিকেটের সবথেকে বড় মঞ্চের শোভা আরও বাড়িয়ে তুলবেন।' 


 






রজনীকান্ত কিন্তু একা নন। এর আগে আরও দুইজনের হাতে এই 'গোল্ডেন টিকিট' তুলে দিয়েছে বিসিসিআই। প্রথম 'গোল্ডেন টিকিট'টি দেওয়া হয় সিনেমাজগতেরই আরেকজন আইকন অমিতাভ বচ্চনকে। 'ক্রিকেটের ঈশ্বর' সচিন তেন্ডুলকারের হাতে এই টিকটটি তুলে দেওয়া হয়েছিল। এই টিকিট আসলে বিসিসিআইয়ের তরফে আসন্ন বিশ্বকাপকে প্রমোট করারই একটি পথ মাত্র। যেসব আইকনদের হাতে এই টিকিট তুলে দেওয়া হচ্ছে, তাঁরা টুর্নামেন্ট চলাকালীন না না রকম বাড়তি সুযোগ সুবিধা পাবেন। 


৫ অক্টোবর, আমদাবাদে গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ আসর। ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৮ অক্টোবর চেন্নাইয়ে আয়োজিত হবে সেই ম্যাচ। এর আগে এদেশে বিশ্বকাপ আয়োজিত হলেও, এই প্রথমবার গোটা টুর্নামেন্টটি এককভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারল ভারত