লন্ডন: বয়স ৩৭ পার করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকী কোচিং কেরিয়ারও শুরু করে দিয়েছেন। তবে ব্যাট হাতে এখানেও যে সেরাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে তিনি সক্ষম, তা আবারও প্রমাণ করে দিলেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। দ্য হান্ড্রেডে নাগাড়ে পাঁচটি ছক্কা হাঁকালেন তারকা ওয়েস্ট ইন্ডিয়ান। তাও আবার যে সে বোলার নয়, গত দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (আইসিসির বিচারে) রশিদ খানের (Rashid Khan) বিরুদ্ধে টানা পাঁচটি ছক্কা মারলেন পোলার্ড।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায়ও দেখা গিয়েছে তাঁকে। সেই ইংল্যান্ডেই বর্তমানে দ্য হান্ড্রেডে (The Hundred) প্রতিনিধিত্ব করছেন পোলার্ড। তবে কোচ নয়, সাদার্ন ব্রেভের খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সাদার্ন ব্রেভ বনাম ট্রেন্ট রকেটের একটি ম্যাচেই তিনি রশিদ খানের পরপর পাঁচ বল বাউন্ডারির বাইরে ফেলেন। পোলার্ডের পাঁচ ছক্কার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। বিশেষত রশিদ খানের মতো বোলারের বিরুদ্ধে তাঁর এই দুরন্ত হিটিংয়ে সকলেই তাজ্জব।
পোলার্ডের দৌলতেই ৭৬ বল খেলে ৭৮ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা সাদার্ন ব্রেভ জয়ের জন্য ১২৭ রানের বেশ চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছতে সফল হয়। তাঁর এই ইনিংসটা আরও চমকপ্রদ কারণ শুরুতে কিন্তু প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা রান করতে বেশ চাপেই পড়েছিলেন। ছন্দ পাচ্ছিলেন না তিনি। ১৪ বল খেলে মাত্র ছয় রানে ব্যাট করছিলেন পোলার্ড। কিন্তু তার পরেই ছক্কার ফোয়ার ছোটে তাঁর ব্যাট থেকে। প্রথম ছয়টি মিড উইকেট, তার পরের দুইটি লং অফের ওপর দিয়ে , চতুর্থ বলে ফের মিড উইকেট এবং পঞ্চম বলে আবারও লং অফের ওপর দিয়ে রশিদকে ছক্কা হাঁকান পোলার্ড।
পোলার্ড শেষমেশ ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। রশিদের খানের ইকোনমি এই পাঁচ বলের ব্যবধানে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি ২০ বলে ৪০ রান দিয়ে বসেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'খেলোয়াড়দের প্রতি এর থেকে বড় অন্যায় হয় না', IPL-র কোন নিয়মের বিরুদ্ধে সোচ্চার হলেন অশ্বিন?