লন্ডন: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড কে ভাঙতে পারবেন? এই ধরণের প্রশ্নে বেশিরভাগ মানুষই বলবেন যে তাঁর রেকর্ড ভাঙা একপ্রকার অসম্ভব। তবুও যদি কারও পক্ষে রেকর্ডের ধারেকাছে যাওয়া সম্ভব হয়, তিনি হলেন বিরাট কোহলি (Virat Kohli)। অন্তত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তো তেমনই মানেন। এছাড়াও মাস্টার ব্লাস্টার (Master Blaster) নিজেও এক সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন যে যদি কোনও ভারতীয় তাঁর রেকর্ড ভাঙেন, তবে তিনি খারাপ ভাববেন না। এমনকী এটাও বলেছিলেন যে বিরাট কোহলিই (Virat Kohli) তাঁর রেকর্ড ভাঙতে পারেন। তবে প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) মনে করেন যে টেস্টে সচিনের রেকর্ড ভাঙতে পারেন অন্য কোনও ক্রিকেটার।


টেস্টে সচিন তেন্ডুলকর ১৫ হাজার ৯২১ রান করেছেন। যা এখনও পর্যন্ত সাদা পোশাকের মঞ্চে যে কোনও ক্রিকেটারের সর্বাধিক রান। ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন। টেস্টে সচিনের রানের রেকর্ডের ধারেকাছে পৌঁছেছেন কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও জ্যাক কালিস। কিন্তু কেউই সচিনের রেকর্ড ভাঙতে পারেননি। জো রুট এই মুহূর্তে ইংল্যান্ডের সর্বাধিক টেস্ট রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠার পথে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কই সচিনের রানের রেকর্ড ভাঙতে পারেন বলে মনে করেন মাইকেল ভন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ''জো রুট ইংল্য়ান্ডের সেরা ক্রিকেটার। কিছুদিনের মধ্যে টেস্টে ইংল্যান্ডের রান সংগ্রাহকদের মধ্যে শীর্ষে চলে আসবে। আমি খুব একটা অবাক হব না যদি দেখি যে সচিনের টেস্টে রানের সংখ্য়াকে টপকে যাবে।''


 






ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট্রেন্টব্রিজে প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান মিস করলেও দ্বিতীয় ইনিংসে ১২২ রান করেন রুট। টেস্টে ১১ হাজার ৯৪০ রান করেছেন রুট। এই ফর্ম্য়াটের ক্রিকেটে ৩২টি সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্য়ান্ডের হয়ে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহক এখনও পর্যন্ত অ্যালিস্টার কুক। তিনি টেস্টে ১২,৪৭২ রান করেছেন। মোট ৩৩টি সেঞ্চুরি ঝুলিতে পুরেছেন কুক।  


আরও পড়ুন: দল নতুন, লক্ষ্য সেই একই, টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি টিম ইন্ডিয়ার