ODI World Cup 2023 Live: ছক্কা মেরে সেঞ্চুরি কোহলির, ৫১ বল বাকি থাকতে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল ভারত

ODI World Cup 2023, IND Vs BAN: ভারত-বাংলাদেশের বিগত চারটি ওয়ান ডে ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

ABP Ananda Last Updated: 19 Oct 2023 09:24 PM

প্রেক্ষাপট

পুণে:আফগানিস্তানের কাছে হেরেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফিকে। পাকিস্তানের সেই ধার নেই। দক্ষিণ আফ্রিকা চোকার্স তকমা ঘোচানোর পরিবর্তে নেদারল্যান্ডসের কাছে হেরে বসে রয়েছে।একমাত্র একটি দলই চলতি বিশ্বকাপে (ODI World...More

IND Vs BAN Live: ৯৭ বলে অপরাজিত ১০৩ রান বিরাট কোহলির

৯৭ বলে অপরাজিত ১০৩ রান বিরাট কোহলির। ছক্কা মেরে সেঞ্চুরি করলেন। ৪১.৩ ওভারে ২৬১/৩ তুলে নিল ভারত। ম্যাচ জিতল ৭ উইকেটে।