ODI World Cup 2023 Live: ছক্কা মেরে সেঞ্চুরি কোহলির, ৫১ বল বাকি থাকতে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল ভারত
ODI World Cup 2023, IND Vs BAN: ভারত-বাংলাদেশের বিগত চারটি ওয়ান ডে ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ।
৯৭ বলে অপরাজিত ১০৩ রান বিরাট কোহলির। ছক্কা মেরে সেঞ্চুরি করলেন। ৪১.৩ ওভারে ২৬১/৩ তুলে নিল ভারত। ম্যাচ জিতল ৭ উইকেটে।
আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের নিরিখে মাহেলা জয়বর্ধনেকে পেরোলেন বিরাট কোহলি। তালিকায় তিনি এখন ৪ নম্বরে। ৭৩ রানে অপরাজিত কোহলি। সঙ্গী রাহুল ৩৩ রানে ক্রিজে। ৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ২২৯/৩।
১৯ রান করে মেহেদি হাসান মিরাজের বলে ফিরলেন শ্রেয়স আইয়ার। ৩১ ওভারের শেষে ভারতের স্কোর ১৮৮/৩।
৪৮ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ বিরাট কোহলির। ২৭ ওভারের শেষে ভফারতের স্কোর ১৭১/২।
৫৫ বলে ৫৩ রান করে মেহেদি হাসান মিরজের বলে মাহমাদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমন গিল। ২২ ওভারের শেষে ভারতের স্কোর ১৪৬/২।
ক্রিজে নেমেই ঝোড়ো ব্যাটিং কোহলির। ১৭ বলে ২৫ রান করে ক্রিজে। গিল ৪৭ বলে ৪৭ রানে অপরাজিত। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ১২২/১।
হাসান মাহমুদের বলে বাউন্ডারি লাইনে ধরা পড়লেন রোহিত শর্মা। ৪০ বলে ৪৮ রান করে। ১২.৪ ওভারে ভারতের স্কোর ৮৮/১।
৩০ বলে ৩৬ রানে ক্রিজে রোহিত শর্মা। ১২ রানে অপরাজিত শুভমন গিল। ৮ ওভারের শেষে ভারতের স্কোর ৪৮/০।
শোরিফুল ইসলামের প্রথম ওভারে জোড়া বাউন্ডারি রোহিত শর্মার। ৩ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৬ রান।
৩৬ বলে ৪৬ রান করে বুমরার ইয়র্কারে বোল্ড হলেন মাহমাদুল্লাহ। ২৫৬/৮ স্কোরে শেষ করল বাংলাদেশ।
১৮ বলে ১৪ রান করে মহম্মদ সিরাজ়ের বলে ফিরলেন নাসুম আমেদ। ৪৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২৩৩/৭।
দুরন্ত ফিল্ডিং রবীন্দ্র জাডেজার। যশপ্রীত বুমরার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মুশফিকুর রহিমের অবিশ্বাস্য ক্যাচ ধরলেন। ৪৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২০১/৬।
শার্দুল ঠাকুরের বলে ফিরলেন হৃদয়। ৩৮ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৮১/৫।
প্রতিরোঘ গড়ে তুলেছেন তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। ৩৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৬৪/৪।
মহম্মদ সিরাজ়ের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড মেহেদি হাসান মিরাজ় (৩)। উইকেটের পিছনে দুরন্ত ক্যাচ কে এল রাহুলের। ৮২ বলে ৬৬ রান করে জাডেজার বলে ফিরলেন লিটন দাস। ২৮ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৩৮/৪।
রবীন্দ্র জাডেজার বলে এলবিডব্লিউ নাজমুল হোসেন শান্ত (১৭ বলে ৮ রান)। ২০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১১০/২।
জলপানের বিরতির পর প্রায়ই উইকেট যেতে দেখা যায়। এক্ষেত্রেও তেমনটাই হল। জল পানের বিরতির ঠিক পরের ওভারেই সেট তানজ়িদকে ৫১ রানে ফেরালেন কুলদীপ যাদব।
১৯৯৯ সালে মেহরাব ও শারিয়ারের ৬৯ রানের পার্টনারশিপ এতদিন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা ওপেনিং পার্টনারশিপ
ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন তানজ়িদ ও লিটন। ১৪ ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশের স্কোর ৯০ রান। লিটন ৩৭ ও তানজ়িদ ৫০ রানে ব্যাট করছেন।
দুরন্ত ছন্দে তানজ়িদ। শার্দুলের বিরুদ্ধে এক ওভারেই দুইটি ছক্কা ও একটি চার মারেন। ১০ম ওভারই অর্ধশতরানের গণ্ডিও পার করে ফেলল বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬৩ রান।
নতুন বল হাতে ভারতীয় বোলাররা শুরুটা দারুণ করেছেন। তিন ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে পাঁচ রান।
বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। আশঙ্কাই সত্যি হল। দলের নিয়মিত অধিনায়ক শাকিব আল হাসান এই ম্যাচে খেলছেন না। তাঁর বদলে স্ট্যান্ড ইন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন।
আইসিসি টুর্নামেন্টে বিগত তিন ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মা যথাক্রমে ১৩৭, ১২৩ ও ১০৪ রানের ইনিংস খেলেছেন। চলতি বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছেন রোহিত। গত দুই ম্যাচে যথাক্রমে ১৩১ ও ৮৬ রানের ইনিংস খেলেছেন তিনি। তাই বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় অধিনায়কের উপর বিশেষ নজর থাকবে।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাঁ-দিকের উরুতে চোট পেয়েছিলেন শাকিব আল হাসান। সেই চোটের জেরে তাঁর ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আজ ম্যাচের আগেই শাকিবের খেলা বা না খেলা নির্ধারিত হবে বলে জানান বাংলাদেশের কোচ চণ্ডিকা হাতুরুসিঙ্গে।
প্রেক্ষাপট
পুণে:
আফগানিস্তানের কাছে হেরেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফিকে। পাকিস্তানের সেই ধার নেই। দক্ষিণ আফ্রিকা চোকার্স তকমা ঘোচানোর পরিবর্তে নেদারল্যান্ডসের কাছে হেরে বসে রয়েছে।
একমাত্র একটি দলই চলতি বিশ্বকাপে (ODI World Cup) ফেভারিট হিসাবে নেমে ফেভারিটের মতোই খেলে চলেছে। ভারত (Indian Cricket Team)। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করেছে। বৃহস্পতিবার রোহিত শর্মাদের সামনে বাংলাদেশ। টানা চার ম্যাচ জেতার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।
বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) সাম্প্রতিক ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে না। গত ১২ মাসে ওয়ান ডে-তে চারবারের সাক্ষাতে তিনবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতীয় শিবির একবারই বেলাইন হয়েছিল। সুপার ফোরে ভারতে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সে যতই প্রথম সারির দল খেলানো না হোক কেন।
তবে ভারতের মাটিতে ভারতকে হারানো বিশ্বক্রিকেটের অন্যতম কঠিন কাজ। প্রথম তিন ম্যাচে দাপটের সঙ্গে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে ভারত। যার মধ্য়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল। আফগানিস্তানের ২৭৩ রানের লক্ষ্য জয় করেছে। পাকিস্তানের বাবর আজ়ম-মহম্মদ রিজ়ওয়ানের বিপজ্জনক পার্টনারশিপ চলাকালীনও সুদৃঢ় থেকেছে।
সবচেয়ে ভয়ঙ্কর দেখাচ্ছে ভারতীয় বোলিং। যশপ্রীত বুমরা স্বপ্নের ফর্মে। ভারতীয় বোলাররা তিন ম্যাচে প্রতিপক্ষের ৩০টির মধ্যে ২৮টি উইকেট তুলেছেন। রান তাড়া করতে নেমে মাত্র ৯ উইকেট হারিয়েছে ভারত। কোনও ম্যাচেই চারের বেশি উইকেট পড়েনি। রোহিত দুরন্ত ছন্দে। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছেন। পুণেতে ব্যাটিং সহায়ক পিচে ফের একবার ব্যাটিং বিস্ফোরণের অপেক্ষায়।
ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে একবারই হারিয়েছিল বাংলাদেশ। ১৬ বছর আগে। ২০০৭ সালের বিশ্বকাপে ত্রিনিদাদে। তখন শাকিব আল হাসান আর মুশফিকুর রহিম সবে কেরিয়ার শুরু করেছেন। সেই থেকে তিনবার বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রত্যেকবারই হেরেছে।
এই বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। তবে সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত কিছু নয়। তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করেছেন মুশফিকুর। বাকিরা কেউই ধারাবাহিকতা দেখাতে পারছেন না। একটি করে ভাল ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। তানজিদ হাসান দারুণ কিছু করতে পারছেন না। বিশ্বকাপের আগে চলতি বছরে ওয়ান ডে-তে পাঁচশোর বেশি রান করা তৌহিদ হৃদয় অনেক নীচের দিকে ব্যাট করছেন। মেহেদি হাসান মিরাজ়ও দুর্দান্ত প্রভাব বিস্তার করতে পারছেন না। বাংলাদেশের উদ্বেগ বাড়িয়েছিল শাকিবের চোট। গত সপ্তাহে কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছিলেন শাকিব। তবে ভারতের বিরুদ্ধে তাঁর খেলারই কথা। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য আট নম্বরে মাহমুদুল্লাহকে সম্ভবত খেলাবে বাংলাদেশ। যে কারণে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ভাল খেলা মেহেদি হাসান ও নাসুম আমেদকে হয়তো একাদশে দেখা যাবে না।
বাংলাদেশের পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছাড়া আর কেউই ছন্দে নেই। শোরিফুল ইসলাম প্রচুর রান খরচ করছেন। তাস্কিন আমেদ অতীতের ছায়া। রোহিত, বিরাট কোহলিদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা দিতে হবে বাংলাদেশ বোলিংকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -