বেঙ্গালুরু: বাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলেরাও মাঠে প্রতিভার স্বাক্ষর রাখছেন।


রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছোট ছেলে অনভয় দ্রাবিড়ও ব্যাট হাতে ছাপ ফেলছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে কর্নাটকের হয়ে সেঞ্চুরি করল ১৬ বছরের অনভয়। অপরাজিত সেঞ্চুরিতে নিজের জাত চেনাল দ্রাবিড়-পুত্র। অন্ধ্র প্রদেশের মুলাপাড়ুতে আয়োজিত ম্যাচে কর্নাটকের প্রতিপক্ষ ছিল ঝাড়খণ্ড। ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়। তবে অনভয়ের পারফরম্যান্স সকলের প্রশংসা আদায় করে নিয়েছে।


বাবা ব্যাট করতেন সাধারণত তিন নম্বরে। তবে অনভয় নামছে চার নম্বরে। দলের মিডল অর্ডার অনেকটাই নির্ভর করে থাকছে তার ওপর। শুক্রবার ১৫৩ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করে অনভয়। তার ইনিংসে রয়েছে ১০টি বাউন্ডারি ও জোড়া ছক্কা। প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে ঝাড়খণ্ড করেছিল ৩৮৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ১২৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে কর্নাটক।


অনভয় তৃতীয় উইকেটে সাম্যন্তক অনুরুদ্ধের সঙ্গে জুটিতে ১৬৭ রান তোলে। সাম্যন্তক ৭৬ রান করে। চতুর্থ উইকেটে ৪৩ রানের পার্টনারশিপ গড়ে তোলে সুকুর্থ জে-র সঙ্গে। সুকুর্থ ৩৩ রান করে।            


বিজয় মার্চেন্ট ট্রফিতে অনভয়ের এটা প্রথম সেঞ্চুরি। তৃতীয় মাত্র ম্যাচেই। আগের দুই ম্য়াচে ৫০ ও ৭৫ রানের ইনিংস খেলেছিল দ্রাবিড়-পুত্র। সেঞ্চুরি ছাড়াও বয়সভিত্তিক ক্রিকেটে নজর কাড়ছে অনভয়। কর্নাটকের অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের অধিনায়কও ছিল অনভয়। সম্প্রতি কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টে বেঙ্গালুরু জোনের হয়ে ডাবল সেঞ্চুরি করেছে অনভয়। অনেকেই তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা হিসাবে চিহ্নিত করছেন।          





ছন্দে সমিতও


অনভয়ের দাদা, দ্রাবিড়ের বড় ছেলে সমিতও বয়সভিত্তিক ক্রিকেটে নজর কেড়ে নিচ্ছেন। ১৯ বছর বয়সী সমিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে অনূর্ধ্ব ১৯ পর্যায়ের সিরিজে দলে ছিলেন। তবে কনুইয়ের চোটের জন্য ছিটকে যান। কোচবিহার ট্রফিতে কর্নাটককে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান অবদান ছিল তাঁর।              



আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।