হায়দরাবাদ: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের নারকীয় ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় দেশ। শুধু বাংলা নয়, সারা দেশে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলছে প্রতিবাদ, বিক্ষোভ। খেলার মাঠেও পড়েছে এই নৃশংস কাণ্ডের আঁচ। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে যশপ্রীত বুমরা, জেমাইমা রড্রিগেজ - আর জি কর কাণ্ড নিয়ে সরব অনেক ক্রিকেটারেরাও।


এবার আর জি কর কাণ্ড নিয়ে সরব হলেন মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। জাতীয় দলের তারকা পেসার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ক্লিপিং সম্বলিত একটি কোলাজ় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'এবার আপনাদের অজুহাত কী? নাকি এবারও ওই মহিলার দোষ ছিল? কারণ মেন উইল বি মেন, তাই না?'


আর জি কর কাণ্ডের পর থেকে তোলপাড় গোটা দেশ। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার অপরাধে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে তাতে ক্ষোভের আগুন কমেনি। কারণ, মহিলা চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছিল, তাঁর ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তা কারও একার পক্ষে সম্ভব নয় বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। আর তারপর থেকেই বাকি দোষীদের চিহ্নিত করা ও গ্রেফতার করার দাবিতে তুমুল বিক্ষোভ চলছে দেশজুড়ে। সঙ্গে দোষীদের চরম শাস্তির দাবিতে পথে নেমেছে আমজনতা।


কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। ১৪ অগাস্ট, প্রাক স্বাধীনতা দিবসের রাতে মহিলারা রাতের দখল নিক স্লোগান তুলে একটি গণআন্দোলন সাড়া ফেলে দিয়েছিল। রাস্তায় নেমেছিলেন লক্ষ লক্ষ মহিলা, সঙ্গে পুরুষরাও। আর সেই রাতেই ঘটনাস্থল খোদ আর জি কর হাসপাতালেই তুমুল ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। 


শুক্রবার এ প্রসঙ্গে হাইকোর্টে তুমুল ভর্ৎসনা শুনতে হয় রাজ্যকে। আর জি করের ঘটনা যন্ত্রণাদায়ক। হাসপাতাল বন্ধ করে রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি, সেটাই ভাল হবে। গোটাটা প্রশাসনের ব্যর্থতা। কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির, হলফনামা তলব করেছেন তিনি।