নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) বিনেশ ফোগতের (Vinesh Phogat) বাতিল হওয়া আর পদক হারানোর যন্ত্রণা ভারতের সমস্ত ক্রীড়াপ্রেমীকে কুড়ে কুড়ে খাচ্ছে। যুগ্মভাবে রৌপ্য পদক দেওয়ার যে আর্জি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (CAS) জানিয়েছিলেন বিনেশ, সেটাও খারিজ হয়ে গিয়েছে। স্বপ্নভঙ্গের পর মুষড়ে পড়েছেন বিনেশ। যিনি আগেই ঘোষণা করেছিলেন, কুস্তি থেকে অবসর নেবেন।
এবার বিনেশকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন তাঁর কোচ ওলার অ্যাকোস। জানালেন, ফাইনালের আগে তিনি ভয় পেয়েছিলেন, ওজন কমানোর জন্য অমানুষিক পরিশ্রম করে তাঁর ছাত্রী মারা না যান!
অলিম্পিক্সে মহিলাদের কুস্তিতে ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগে ফাইনালে পৌঁছেও ওজন বেড়ে যাওয়ার বাতিল হন বিনেশ। তাঁর ইভেন্টের প্রথম দিন পরপর তিন কুস্তিগীরকে ধরাশায়ী করে ফাইনালে পৌঁছে যান বিনেশ। নিশ্চিত হয়ে যায় পদক জয়। ফাইনালে তিনি হারলেও, অন্তত রুপোর পদক পেতেনই। সোনার পদক পাওয়ার সম্ভাবনাও ছিল পুরো মাত্রায়। বিশেষ করে অলিম্পিক্সে তিনি যেরকম ছন্দে ছিলেন, তারপর আশায় বুক বেঁধেছিল গোটা দেশ।
কিন্তু ফাইনালের দিন সকালে রুটিন ওজন মাপার সময় দেখা যায়, নির্ধারিত ওজনের চেয়ে ১০০ গ্রাম বেশি হয়েছে বিনেশের। সেই কারণে তাঁকে বাতিল ঘোষণা করা হয়। ফাইনালে তো নামতে পারেননি বটেই, রুপোর পদক পাওয়ার সুযোগও হারান বিনেশ।
সেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাঙ্গেরিয়ান ভাষায় লম্বা পোস্ট করেছিলেন বিনেশের কোচ ওলার অ্যাকোস। তিনি লেখেন, 'সেমিফাইনালের পর দেখা যায়, ওর ওজন ২ কেজি ৭০০ গ্রাম বেড়ে গিয়েছে। এক ঘণ্টা ২০ মিনিট কঠোর শরীরচর্চার পর দেখা যায়, তখনও দেড় কেজি ওজন বেশি হচ্ছে। ৫০ মিনিট সওনা বাথ নেওয়ার পরেও ওর এতটুকু ঘাম হচ্ছিল না। আর কোনও উপায় না দেখে মাঝরাত থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বিভিন্ন কার্ডিও মেশিনে ব্যায়াম ও কুস্তি অনুশীলন করে বিনেশ। ৪৫ মিনিট করে ব্যায়াম করে ২-৩ মিনিটের একটা বিরতি নিয়ে ফের শুরু করে দিচ্ছিল।'
অ্যাকোস জানিয়েছেন, তারপরই জ্ঞান হারিয়ে পড়ে যান বিনেশ। তাঁর কোচ লিখেছেন, 'আমরা ওকে কোনওমতে দাঁড় করাই। তারপর ঘণ্টাখানেক সওনাতে সময় কাটায়। আমি কোনও অতিনাটকীয়তা করছি না তবে সেই সময় আমার মনে হয়েছিল ও মরেও যেতে পারে।'
যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন বিনেশের কোচ। জলঘোলা শুরু হওয়াতেই কি?
আরও পড়ুন: স্পেনের বিস্ময় তারকা ইয়ামালের বাবাকে ছুরি মারার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।