নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) সাম্প্রতিক সময়ে নিজের সেরা ছন্দে নেই। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বারংবার স্পিন ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় ব্যর্থ হলে তাঁকে জাতীয় দল থেকেও বাদ পড়তে হতে পারে বলে দাবি করা হচ্ছে কোনও কোনও জায়গায়। খারাপ ফর্মের জেরে কোহলি টেস্ট ব়্যাঙ্কিংয়েও অনেকটা পিছিয়ে পড়েছেন। পরপর কোহলির এই ব্যর্থতা বেশ উদ্বেগজনক বলেই মনে করছেন রিকি পন্টিং (Ricky Ponting)।  


অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতে বিরাট কোহলিই বলেই এই ব্যর্থতার পরেও তিনি জাতীয় দলে জায়গা পাচ্ছেন, অন্য কেউ হলে বাদ পড়তেন। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় তারকাকে খোঁচা দিয়ে পন্টিং বলেন, 'আমি আগেরদিন বিরাটের একটা পরিসংখ্যান দেখলাম। সেই পরিসংখ্যান অনুযায়ী ও নাকি গত পাঁচ বছরে মাত্র দুইটি সেঞ্চুরি করেছে। এই পরিসংখ্যান নিয়ে আমার সন্দেহ আছে, তবে এটা যদি সত্যি হয়, তাহলে সেটা উদ্বেগের। পাঁচ বছরে মাত্র দুইটি টেস্ট সেঞ্চুরি করে আর অন্য কেউ হলে তো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগই পেত না।'


এই বছরে কোহলি ছয়টি টেস্ট ম্যাচে মাত্র ২২.৭২ গড়ে রান করেছেন। ২০১১ সালে তাঁর অভিষেকের পর এক বছরে তাঁর ব্যাটিং গড় এত নীচে কোনওদিনও নামেনি। এক দশক পর প্রথমবার আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম ২০-র বাইরে ছিটকে গিয়েছেন। নিঃসন্দেহেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন কোহলি।


তবে পন্টিং একথাও সাফ জানিয়ে দেন যে কোহলির মতো মহাতারকাদের কেবল পরিসংখ্যানের নিরিখে যাচাই করা যায় না। 'আমি বিরাটের বিষয়ে এই কথাটা এর আগেও বলেছি যে ক্রিকেটের মহানদের কিন্তু কেবল পরিসংখ্যানের নিরিখে যাচাই করা যায় না। ও যে সর্বকালের অন্যতম সেরা, সেই নিয়ে কোনওরকম কোনও সন্দেহই নেই।' 


কোহলি এর আগেও একাধিকবার খারাপ ফর্মের মধ্যে গিয়েছেন এবং ঘটনাক্রমে একাধিকবার বর্ডার-গাওস্কার সিরিজ়েই দুরন্তভাবে ফিরে এসেছেন। ২০১১-১২ সালে একেবারে শুরুর দিকেই হোক বা তিন বছর পর চূড়ান্ত হতাশাজনক ইংল্যান্ড সফরের পর তিন সেঞ্চুরিসহ চার ম্যাচের সিরিজ়ে মোট ৬৯২ রান করা, অজ়িভূমে বারংবার গর্জে উঠেছে কোহলির ব্যাট। এবারও এমন কিছু দেখারই অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।   



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।



আরও পড়ুন: কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জিতে ম্যাড়ম্যাড়ে ড্রয়ে বাংলার প্রাপ্তি সুদীপের শতরান ও সূরযের বোলিং