নয়াদিল্লি: তিন বছর আগে ঋষভ পন্থের (Rishabh Pant) ভয়াবহ দুর্ঘটনার সময় তারকা ক্রিকেটারের ত্রাতা হয়ে উঠেছিলেন তিনি। গাড়ি থেকে টেনে বের করে পন্থের প্রাণ বাঁচিয়েছিলেন। এবার সেই রজত কুমারই (Rajat Kumar) নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করলেন।


৯ ফেব্রুয়ারি, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার বুচ্চা বস্তিতে ঘটনাটি ঘটেছে। রজত এবং তাঁর সঙ্গী একসঙ্গে মিলে বিষ খেয়ে নিজেদের জীবন শেষ করে দেওয়ার প্রচেষ্টা করেন। ২৫ বছর বয়সি রজত ও তাঁর ২১ বছরের প্রেমিকা মনু কাশ্যপের সম্পর্কে তাঁদের পরিবারের সম্মতি নেই। সেই কারণেই নিজেদের জীবন শেষ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। দুইজনকেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। মনু কাশ্যপ জীবনযুদ্ধে পরাজিত হয়েছেন। তবে এখনও কোনওরকমে রজত হাসপাতা লড়াই চালাচ্ছেন।


মনু ও রজতের সম্পর্ক কিছুতেই তাঁদের পরিবাররা মানছিলেন। দুইজনের জাতিগত বৈষম্যই দুই পরিবারের অসম্মতি মূল কারণ ছিল বলে দাবি করা হচ্ছে। এরপরেই তাঁদের পরিবার অন্যত্র তাঁদের বিবাহের আয়োজন করে। একে অপরের থেকে আলাদা থাকার ভাবনাতেই শিউরে উঠেন দুইজনে এবং বাধ্য হয়েই নিজেদের জীবন শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে মনুর পরিবারের তরফে অবশ্য সম্পূর্ণ ভিন্ন দাবি করা হচ্ছে। মনু মায়ের অভিযোগ রজত তাঁদের মেয়েকে অপহরণ করে এবং জোর করে বিষ খাইয়ে দেন।


এক শীতের সকালে ২০২২ সালে যখন পন্থ রুরকি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন, তখন রজত এবং তাঁর বন্ধু নিশু কুমার মিলে সবার আগে পন্থকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন। ওখানকার স্থানীয়রাও তাঁদের সহযোগিতা করেন। এই ঘটনাই রজতকে গোটা দেশে সুখ্যাতি এনে দেয়। তিনি শিরোনাম কেড়ে নেন। পন্থ জীবন ফিরে পেয়েছেন। প্রাণ বাঁচানোর জন্য পন্থের তরফে রজতদের স্কুটিও উপহার হিসাবে দেওয়া হয়।


পন্থ ভাগ্যজোরে সেই ভয়ানক দুর্ঘটনা থেকে শুধু যে প্রাণে বেঁচে যান তাই নয়, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ভারতের হয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে নেন। তবে পন্থ প্রাণে বেঁচে গেলেও, তাঁর রক্ষাকর্তার জীবন নিয়ে কিন্তু এখন টানাটানি চলছে। তিনি এই লড়াইয়ে জিতে ফিরতে পারবেন? সেই আশাই করছেন সকল দেশবাসী।


আরও পড়ুন: আঙুলের চোট সারাতে অস্ত্রোপ্রচার করলেন স্যামসন, আইপিএলে আদৌ খেলতে পারবেন তিনি?