মুম্বই: শেষ পাঁচ ওভারে জয়ের জন্য বাকি ৩০ রান। অর্থাৎ প্রতি বলে এক রান করে প্রয়োজন। ক্রিজ়ে ব্যাট হাতে উপস্থিত রয়েছেন সেট হেনরিখ ক্লাসেন। অপরপ্রান্তে ডেভিড মিলার। এমন পরিস্থিতি থেকে অনবদ্য বোলিংয়ে ভর করে সাত রানে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনাল জিতে নেয় ভারতীয় দল (Indian Cricket Team)। ১১ বছর পর বিশ্বখেতাব জেতে টিম ইন্ডিয়া। সেই সময় তাঁর মনের মধ্যে ঠিক কী চলছিল। এই নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।


রোহিত জানান শেষ পাঁচ ওভারে তাঁর মাথার মধ্যে আলাদা করে কিচ্ছু চলছিল না। তাই তাঁর অধিনায়ক হিসাবে সেই মুহূর্তে উপস্থিত থাকাটা অত্যন্ত জরুরি ছিল যাতে দল পরিকল্পনামাফিক এগোতে পারে। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। আমি খুব বেশি দূরের কথা ভাবি না। সেই মুহূর্তে উপস্থিত থাকাটা খুব জরুরি। আমাদের সকলের ঠান্ডা মাথায় পরিকল্পনা বাস্তবায়িত করার প্রয়োজন ছিল। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য যখন ৩০ বলে ৩০ রানের প্রয়োজন ছিল, তখন আমরা ভীষণ চাপে ছিলাম। তবে সেই চাপেও শেষ পাঁচ ওভারে আমরা যেমনভাবে বল করি, তা আমরা ঠিক ওই মুহূর্তে কতটা শান্ত ছিলাম, তার পরিচয়বাহক। আমরা খালি নিজেদের কাজে মন দিয়েছি। কোনও অবস্থাতেই আতঙ্কিত হইনি।' 


 






টি-টোয়েন্টি বিশ্বজয়ের মাধ্যমেই ভারতীয় দল ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা শেষ করে। অধিনায়কত্বে নজর কাড়ার পাশাপাশি ব্যাটার হিসাবেও কিন্তু রোহিত নজর কেড়েছেন ৩৬.৭১ গড় ও ১৫৬-র অধিক স্ট্রাইক রেটে আট ম্যাচে কেরিয়ার সেরা ২৫৭ রান করেছেন তিনি। সর্বাধিক ৯২ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ইউরো শেষেই বিদায়, ইংল্যান্ড কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারেথ সাউথগেট