কলকাতা: তাঁকে বলা হয় বাংলার, বাঙালির শ্রেষ্ঠ আইকন। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিলেতে এবার অন্য ভূমিকায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পড়ুয়াদের মনোবল বাড়ালেন, উৎসাহ দিলেন। শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জেসাস কলেজে সৌরভের বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনলেন শ্রোতারা।
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের মুকুটে যোগ হয়েছে একাধিক রঙিন পালক। ২০০৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল অধিনায়ক সৌরভের টিম ইন্ডিয়া। তাঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতা গোটা বিশ্বের কুর্নিশ অর্জন করেছিল।
শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেসাস কলেজে নিজের বক্তব্যে নেতৃত্ব নিয়ে কথা বললেন সৌরভ। যিনি এখন আইসিসি- পুরুষদের ক্রিকেট কমিটির প্রধানও। ডক্টর জুলিয়ার হুপার্টের সঙ্গে কথোপকথন সারেন মহারাজ। কলেজের পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন তিনি।
অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বসিত সৌরভ। বলেছেন, 'এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দারুণ লাগছে। পড়ুয়াদের সঙ্গে কথা বলতে পেরে উচ্ছ্বসিত।'
যে শহর তাঁর পায়ের তলার মাটি শক্ত করেছিল, সেই লন্ডনেই বিশেষ সম্মান পেলেন সৌরভ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge University) অধীনস্থ জেসাস কলেজে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক। প্রথম বাঙালি হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেসাস কলেজে আমন্ত্রিত হয়েছেন সৌরভ।
সৌরভকে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পেরে বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। অনুষ্ঠানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: জুলিয়ান হুপার্ট সৌরভের জীবনের বিভিন্ন দিক এবং সাফল্য নিয়ে আলোচনা করেন। ড: হুপার্ট বলেছেন, 'গোটা বিশ্বের খেলার মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রভাব অপরিসীম।'
অনুষ্ঠানের শুরুতে সৌরভের জীবনের উপর একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা সকলকে দেখানো হয়। এছাড়াও, কেমব্রিজ জজ বিজনেস স্কুলের একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংস্থা সিআইবিএফ তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল, যার লক্ষ্য কেমব্রিজ কমিউনিটি এবং ভারতীয় ব্যবসায়িক কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও জোরদার করা। যদিও এ বছর সৌরভ সিআইবিএফ-এর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।