নয়াদিল্লি: আইপিএলে আর খেলতে দেখা যাবে না তাঁকে। কোনও দলই তাঁকে রিটেন করেনি। নিলামের টেবিলেও তাঁর নাম ওঠেনি। সব ধরনের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করেছিলেন।
সেই শিখর ধবনকে (Shikhar Dhawan) ফের দেখা যাবে বাইশ গজে। টি-২০ ক্রিকেটে ফের ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত দিল্লির বাঁহাতি তারকা।
শুরু হতে চলেছে নেপাল প্রিমিয়ার লিগ (Nepal Premier League)। আইপিএলের ধাঁচেই নেপালের নিজস্ব টি-২০ টুর্নামেন্ট। ৩০ নভেম্বর, শনিবার নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগ। গোটা বিশ্বের এক ঝাঁক নামী ক্রিকেটার অংশ নিচ্ছেন যে টুর্নামেন্টে। ২১ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচই হবে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে (Tribhuvan University grounds)।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ শিখর ধবন। যিনি বলেছেন, 'নেপাল প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে অংশ নিতে পেরে আমি রোমাঞ্চিত।' টুর্নামেন্টে কোন দলের হয়ে মাঠে নামবেন, সেটাও জানিয়েছেনব ধবন। বলেছেন, 'আমি কর্নালি ইয়াকস দলের হয়ে খেলব। এই দেশে ক্রিকেট নিয়ে যা উন্মাদনা, সকলেই দেখতে পাচ্ছি। লিগটি শুরু হলে নেপালে ক্রিকেটের আরও উন্নয়ন ও প্রসার ঘটবে।'
টুর্নামেন্টের সম্প্রচার সত্ত্ব পেয়েছে ফ্যানকোড। সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মে ধবন বলেছেন, 'গোটা বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটার নেপালে খেলতে আসছে। তরুণরা তাদের কাছে শিখতে পারবে। তাদের অভিজ্ঞতা থেকে সমৃদ্ধ হবে। প্রথম ম্যাচের জন্য আমার তর সইছে না।'
আরও পড়ুন: নিলাম থেকে কিনেছে চেন্নাই, এক ওভারে চার ছক্কায় সেই তরুণকেই দুঃস্বপ্ন উপহার দিলেন হার্দিক
ধবন ছাড়াও যে সমস্ত তারকাকে নেপাল প্রিমিয়ার লিগে দেখা যাবে, তাঁরা হলেন বেন কাটিং, উন্মুক্ত চন্দ, রবি বোপারা, চাদউইক ওয়াল্টন, মার্চান্ড ডে লাঞ্জ। সব মিলিয়ে নেপালের বিভিন্ন প্রান্তের আটটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে টুর্নামেন্টে। কাঠমান্ডু গুর্খাস, চিতওয়ান রাইনোজ, বিরাটনগর কিংস, জনকপুর বোল্টস, পোখারা অ্যাভেঞ্জার্স, লুম্বিনি লায়নস, কর্নালি ইয়াকস ও সুদূরপশ্চিম রয়্যালস হল সেই আট দল। সব মিলিয়ে খেলা হবে ৩২টি ম্যাচ। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে