ব্রিসবেন: একজন বিশ্বের সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্টবোলারদের অন্যতম। বাউন্ডারি লাইনের গা থেকে তাঁর বল হাতে দৌড় দেখেই ব্যাটারদের শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত বয়ে যেত। তিনি, শোয়েব আখতার (Shoaib Akhtar)।
অন্যজন বর্তমান ক্রিকেটবিশ্বের সেরা পেসার। তাঁকে খেলতে গিয়ে সমস্যায় পড়েন বিশ্বের তাবড় ব্যাটাররা। তাঁর বলের গতি, নিখুঁত ইয়র্কার, রিভার্স স্যুইং ব্যাটারদের কাছে আতঙ্ক-সব। তিনি, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
এবার বুমরার জন্য পরামর্শের ডালি সাজিয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। ক্রিকেট কেরিয়ার আরও দীর্ঘায়িত করার জন্য বুমরাকে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে বললেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
আখতারের মতে, টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালে সীমিত ওভারের ক্রিকেটের প্রতি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন বুমরা। টেস্ট খেলার শারীরিক ধকল টানা কতদিন নিতে পারবেন বুমরা, তা নিয়ে ধন্দে শোয়েব।
ভারতের হয়ে ৪২টি টেস্টে বুমরা নিয়েছেন ১৮৫টি উইকেট। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট জয়ের নায়কও বুমরা। একটি পডকাস্টে শোয়েব বলেছেন, ''সীমিত ওভারের ক্রিকেটে বুমরা খুব ভাল ফাস্টবোলার। লেংথটা খুব ভাল বোঝে। ডেথ ওভার হোক বা পাওয়ার প্লে, সব জায়গায় দুর্দান্ত বল করার দক্ষতা রয়েছে। বল দুদিকেই স্যুইং করাতে পারে।''
এরপরই শোয়েব বলেন, ''টেস্ট ক্রিকেটে লম্বা লম্বা স্পেলে বল করতে হয়। গতির দরকার হয়। ব্যাটাররা বোলারকে শাসন করতে চায়। আগ্রাসী ব্যাটিং করতে চাইবে। লেংথ তখন অপ্রাসঙ্গিক হয়ে যায়। গতি কমে গেলে সিম মুভমেন্ট, রিভার্স স্যুইং হয় না। টেস্ট ক্রিকেটে নিয়মিত উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে বুমরার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরা বিশেষ কিছু করতে পারেনি। তবে এরকম হয়েই থাকে। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চাইলে বলের গতি আরও বাড়াতে হবে বুমরাকে। গতি বাড়ানোর জন্য ইঞ্জেকশন নিলে চোটআঘাতের প্রবণতা বেড়ে যায়। আমি বুমরার সঙ্গে থাকলে বলতাম তুমি সীমিত ওভারের ক্রিকেটই খেলো।''
আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক
বুমরাকে বিশ্বক্রিকেটের সম্পদ বলে উল্লেখ করেন শোয়েব। তিনি বলছেন, ''বুমরার মতো ক্রিকেটারকে রক্ষা করা উচিত। ওর উপরে অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। তাহলে চোট আঘাত বাড়বে, ওর কেরিয়ার দ্রুত শেষ হয়ে যাবে।''
আরও পড়ুন: স্কুলে গিয়েছেন চতুর্থ শ্রেণি পর্যন্ত, গুকেশের জন্য কাজ ছেড়ে দেন বাবা! যেন রূপকথার কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।