Shubman Gill: মোদীর সঙ্গে একই তালিকায় শুভমনও, টেক্কা দিলেন বিরাট, ধোনিকেও
Shubhman Gill Update: এশিয়া কাপের মঞ্চে গিলকে দেখা যাবে আগামী সেপ্টেম্বরে। পাকিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ সেপ্টেম্বর যে হাইভোল্টেজ ম্য়াচ রয়েছে, সেই ম্য়াচে গিলের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ।

মুম্বই: ভারতীয় ক্রিকেটের ট্রানজিশন পিরিয়ড চলছে। রোহিত শর্মার (Rohit Sharma) থেকে টেস্টে নেতৃত্বের ব্যাটন এখন শুভমন গিলের (Shubhman Gill) কাঁধে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নেতৃত্বভার সামলাচ্ছেন সূর্যকুমার যাদব। এশিয়া কাপের চি-টোয়েন্টি দলেও ফিরেছেন গিল। তিন ফর্ম্যাটেই তিনি এই মুহূর্তে দেশের অন্য়তম সেরা প্রতিভাবান তারকা। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছেও শুভমন এক বড় নাম। মাঠেই শুধু নয়, মাঠের বাইরেও এই মুহূর্তে গিলের জনপ্রিয়তা ক্রমেই বেড়েই চলেছে। মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলিকেও টেক্কা দিচ্ছেন গিল।
সম্প্রতি এক তথ্য সামনে এসেছে এক্স হ্যান্ডেলের মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে শুভমন গিল আগস্ট মাসের যে পাঁচ ভারতীয়কে নিয়ে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ভারত অধিনায়ক। তালিকায় প্রথম স্থানে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে আছেন জুনিয়র এনটিআর। শুভমন এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন। বিরাট কােহলি সাত নম্বরে রয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি ৯ নম্বরে রয়েছেন।
এশিয়া কাপের মঞ্চে গিলকে দেখা যাবে আগামী সেপ্টেম্বরে। পাকিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ সেপ্টেম্বর যে হাইভোল্টেজ ম্য়াচ রয়েছে, সেই ম্য়াচে গিলের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধএ টি-টোয়েন্টি সিরিজের পর এই প্রথমবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। এশিয়া কাপে সহ অধিনায়কও তিনি ভারতীয় দলের। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করলে গিলের জনপ্রিয়তা যে আরও বাড়বে বলাই বাহুল্য।
View this post on Instagram
সাম্প্রতিক সময়ে পঞ্জাবে বিরাট বন্যা হয়েছে। শুভমন গিল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আমার পঞ্জাবকে বন্যায় ক্ষতিগ্রস্ত হতে দেখে খুব দুঃখ হচ্ছে। পঞ্জাব এমন প্রতিটি কঠিন পরিস্থিতি পার করে আসবে। আমি সকল ক্ষতিগ্রস্ত মানুষের সুস্থতা কামনা করি।" হরভজন সিংহ, যুবরাজ সিংহ এবং শুভমন গিল সহ পঞ্জাব থেকে উঠে আসা অনেক ক্রিকেটার ক্ষতিগ্রস্ত মানুষের সমর্থনে আবেগপূর্ণ বার্তা দেওয়ার পাশাপাশি পাশে দাঁড়ানোর আবেদনও করেছেন।
কে এল রাহুল ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "পঞ্জাবের সকলের ভাল হোক, সেই কামনা করছি। সুরক্ষিত থাকুন, সঙ্গে থাকুন।" রাহুলের সঙ্গে পঞ্জাবের যোগ রয়েছে ক্রিকেট মাঠে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন এবং এই দলের অধিনায়কত্বও করেছেন। উল্লেখ্য, পঞ্জাবে এবার গড় বৃষ্টিপাতের থেকে ৭৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১৩০০-র বেশি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।




















