নয়াদিল্লি: পরপর দুই বছর দুই বিশ্বকাপ। সেই কারণেই টিম ইন্ডিয়া (Team India) সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটের ওপর বেশি জোর দিয়েছে। টেস্ট ম্যাচ খেলেছে হাতে গোনা। তবে সেই ছবি বদলাচ্ছে। পরবর্তী কয়েক মাসে দুই চার নয়, ১০টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। রয়েছে অস্ট্রেলিয়া সফরও। এই পরিস্থিতিতে ভারতীয় টেস্ট দলে ফিরতে বদ্ধপরিকর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। 


২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্য টেস্ট অভিষেক ঘটান। তবে তারপর থেকে ভারতীয় লাল বলের দলে আর সুযোগ পাননি তিনি। টেস্ট ক্রিকেটে মিডল অর্ডারে জায়গা পাওয়াটা তাঁর পক্ষে বেশ চ্যালেঞ্জিং এবং সেই দৌড়ে শ্রেয়স আইয়ার, রজত পাতিদার, সরফরাজ খানরাও রয়েছেন, সেই বিষয়ে অবগত সূর্যকুমার। তিনি বলেন, 'অনেকেই রয়েছে যারা প্রচণ্ড খাটাখাটনি করে ওই জায়গাটা পেয়েছে এবং আমিও আবার সেই জায়গাটা অর্জন করতে চাই। আমি টেস্ট দলে ভারতের হয়ে অভিষেক ঘটানোর পরেই চোটের কবলে পড়ি। তারপর অনেকেই সুযোগ পেয়েছে এবং তারা ভাল পারফর্মও করেছে। এখন ওরা আগে সুযোগ পাবে এটাই তো স্বাভাবিক।'


সূর্যকুমার যাদবকে দলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় নির্বাচকদের ৬০ জন বাছাই করা ভারতীয় ক্রিকেটারদের অন্যতম তিনি। বুচিবাবু ট্রফিতেও খেলবেন সূর্য। লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি। 'অদূর ভবিষ্যতে আমি সুযোগ পেলে তো খেলবই। সুযোগ পাব কি না সেটা আমার হাতে নেই। তবে আমার সাধ্যের মধ্যে রয়েছে বুচিবাবু ট্রফি খেলে দলীপ ট্রফিতে মাঠে নামে এবং তারপর যা হবে দেখা যাবে। তবে হ্যাঁ, আমি খেলতে চাই। ভারত দশটি টেস্ট ম্যাচ খেলবে এবং তার মধ্যে আমি কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করে টেস্ট খেলার আনন্দ উপভোগ করতে চাই।' বলেন তারকা ভারতীয় ক্রিকেটার।


ঘরোয়া ক্রিকেটে সূর্যকুমার যাদবের রেকর্ড কিন্তু বেশ ভাল। ৮২টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলে তিনি ৪৩.৬২ গড়ে মোট ৫৬২৮ রান করেছেন। ১৪টি শতরান হাঁকানোর কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। লাল বলের ক্রিকেট খেলাই তাঁর কেরিয়ারের প্রধান লক্ষ্য ছিল বলে জানান সূর্য। তিনি বলেন, 'লাল বলের ক্রিকেট খেলাটা সবসময় আমার কাছে অগ্রগণ্য। আমি মুম্বইয়ের ময়দানে লাল বলের ক্রিকেট খেলেছি। সেইখান থেকেই লাল বলের প্রতি আমার ভালবাসা জন্মেছে। এক দশকের বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি এবং এই ফর্ম্যাটে খেলাটা আমার পছন্দের। '


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'রুম শেয়ার থেকে মাঠে অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নেওয়া...' শিখর ধবনের অবসরে রোহিতের আবেগঘন পোস্ট