নিউ ইয়র্ক: ইতিহাস তৈরি করেছে আমেরিকা (USA)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটে জায়গা করে নিয়েছে। তাও এমন একটা গ্রুপ থেকে, যে গ্রুপে ভারত ও পাকিস্তানের মতো প্রবল শক্তিশালী দুই দেশ রয়েছে। ভারতের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছিল। তবে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেরা অঘটনটা ঘটিয়েছিল আমেরিকা। সেই জয়ই কার্যত সুপার এইটে মার্কিন মুলুকের জায়গা পাকা করে দেয়।


আমেরিকার এই সাফল্যের নেপথ্যে যাঁর নাম সবচেয়ে বেশি করে আলোচনায় উঠে আসছে, তিনি হলেন সৌরভ নেত্রাভালকর (Saurabh Netravalkar)। যাঁর জন্ম, বেড়ে ওঠা মুম্বইয়ে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন। মুম্বইয়ের ক্রিকেটারের সঙ্গে সূর্যকুমার যাদবের ঘনিষ্ঠ বন্ধুত্ব। সুপার এইটে জায়গা করে নেওয়ার পর সৌরভের প্রশংসায় পঞ্চমুখ হরভজন সিংহ।


মাঠেই সৌরভের একটি সাক্ষাৎকার নেন হরভজন ও নভজ্যোৎ সিংহ সিধু। দুজনই টি-২০ বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন। সৌরভকে অভিনন্দন জানিয়ে হরভজন বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে যে স্পেলটা করেছিলে, অসাধারণ। তোমাকে ধন্যবাদ দেব। বুকের যে খাঁচা দেখিয়েছো, যে সাহস দেখিয়েছো, অনবদ্য। মন জিতে নিয়েছো।' সঙ্গে সঙ্গে নিজের ভঙ্গিতে মজা করেন সিধু। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, 'আরে তুমি সত্যি করে বলো, আমেরিকার নাগরিকত্ব নিলেও মনে মনে তুমি ভারতীয়, তাই না? তোমার শরীর আমেরিকায় থাকলেও মন পড়ে রয়েছে ভারতে।' সৌরভ হেসে বলেন, 'হ্যাঁ।' সিধু বলেন, 'দারুণ খেলেছো, অনেক অভিনন্দন।' সিধু, হরভজন ও সৌরভের এই কথোপকথন ভাইরাল হয়েছে।


ক্রিকেটকে নিজের পেশা করবেন বলে মুম্বই ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দেন সৌরভ। একটি সাক্ষাৎকারে বলেছেন, 'কয়েকটা বাক্যে এই পথের বিবরণ দেওয়া সম্ভব নয়। বিরাট গল্প। আমাকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতেই হতো। কারণ, ভারতে ক্রিকেটার হিসাবে আমার কেরিয়ারের সেই উত্থান হচ্ছিল না। কারণ চারপাশে এত প্রতিভা। এখানে একটা নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই এবং তারপরই সিদ্ধান্ত নিই।'


আমেরিকায় ক্রিকেট ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কেরিয়ার, দুইই সামলাতে পারছেন সৌরভ। বলেছেন, 'আমি খুব খুশি দুটোই চালিয়ে যেতে পারছি বলে। সব কিছু খুব তাড়াতাড়ি হচ্ছে। এখনও হজম করছি আস্তে আস্তে। বিরাট কোহলির উইকেট নেওয়াটা আমার কাছে দারুণ আবেগের ছিল। আমি অফস্টাম্প লক্ষ্য করে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর সেটায় কাজও হয় ভাল।'


আরও পড়ুন: রাঁচির বাগানবাড়িতে কুকুরদের জন্য ধোনির ব্যবস্থা জানলে অবাক হতেই হবে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।