সন্দীপ সরকার, কলকাতা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আমেরিকার কাছে পরাজয়ের পরই পাকিস্তান শিবিরে অশান্তি লেগে গেল?


চলতি টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে মার্কিন মুলুক। সুপার ওভারে হারিয়ে দিয়েছে শক্তিশালী পাকিস্তানকে (Pakistan Cricket Team)। যে পরাজয়ের পর হইচই পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। ওয়াসিম আক্রমের (Wasim Akram) মতো পাকিস্তানের কিংবদন্তি প্রাক্তনী তো পাক দলের সুপার এইটে ওঠা নিয়েই ধন্দে!


আমেরিকার কাছে লজ্জার হারের পর কাঠগড়ায় তোলা হচ্ছে বাবর আজ়ম (Babar Azam) ও মহম্মদ আমিরকে। জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ফাস্টবোলার আমির। বৃহস্পতিবার সুপার ওভারে তিনি ১৮ রান খরচ করেন। যা পাকিস্তানের হারের অন্যতম বড় কারণ মনে করা হচ্ছে। তবে ছাত্রের পাশে দাঁড়াচ্ছেন আসিফ বাজওয়া (Asif Bajwa)। বরং বাবরের নেতৃত্ব নিয়ে বিস্ফোরক তিনি।


শুক্রবার বিকেলে আমিরের ব্যক্তিগত কোচ আসিফ বাজওয়াকে যখন ফোনে ধরা গেল, লাহৌরে নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। বললেন, 'কাল রাতের ওই হারের মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারিনি। দুপুর পর্যন্ত তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম।'


আমেরিকার মতো ক্রিকেট বিশ্বের নাবালক দেশের কাছে এই হারের কারণ কী? অনেকে তো সুপার ওভারে আমিরের বোলিংয়ের দিকে আঙুল তুলছেন? আসিফ সরাসরি তোপ দাগলেন পাক অধিনায়কের দিকে। বললেন, 'ফিল্ড প্লেসমেন্টই করতে পারেনি বাবর। পেসার ইয়র্কার দিচ্ছে, আর বাউন্ডারি লাইনে কোনও ফিল্ডার নেই! সবাই ৩০ গজের বৃত্তে? বাবরের ভুল ফিল্ডিং সাজানোর খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে।' এরপরই আসিফের বিস্ফোরণ, 'অধিনায়ক হওয়ার যোগ্যই নয় বাবর। কেন যে ওকে অধিনায়ক করা হয়েছিল, কেনই বা বিশ্বকাপের পর সরে দাঁড়ানো সত্ত্বেও ফেরানো হল, আমার বোধগম্য হয়নি।' যোগ করলেন, 'আমির তার আগের চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে এক উইকেট তুলেছে। সেটা ভুললে চলবে না।'


পাকিস্তানের বিপর্যয়ের নেপথ্যে প্রথম পাওয়ার প্লে-কেও দায়ী করছেন আমিরের কোচ। আসিফ বাজওয়া বলছেন, 'পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩০/৩। বাবর নিজেকে খোলসে ঢুকিয়ে ফেলল। অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ল। ওখানেই ম্যাচ বেরিয়ে যায় পাকিস্তানের হাত থেকে।'


নিজের বক্তব্যের সমর্থনে ভারত-আয়ার্ল্যান্ড ম্যাচের দৃষ্টান্ত দিচ্ছেন আসিফ। বলছেন, 'আইরিশদের বিরুদ্ধে ভারতের বিরাট কোহলি মাত্র ১ রান করে ফিরে গিয়েছিল। তাই বলে কি বাকিরা নিজেদের শট খেলা বন্ধ করে দিয়েছিল! রোহিত শর্মা নিজের সহজাত আগ্রাসী ব্যাটিং করেছে। ঋষভ পন্থ তিন নম্বরে নেমে আক্রমণাত্মক খেলেছে। এই মানসিকতাই একটা দলকে চ্যাম্পিয়ন দলে পরিণত করে।'


রবিবার টি-২০ বিশ্বকাপে মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ৯ জুন নিউ ইয়র্কের সেই ম্যাচের আগেই এত বড় ধাক্কা খেতে হল পাকিস্তানকে। ভারতের বিরুদ্ধে ম্যাচে কি এই ফল প্রভাব ফেলবে? আসিফ বলছেন, 'দুভাবে দেখা যেতে পারে বিষয়টা। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে মনোবল তলানিতে থাকতে পারে। আবার এমনও মনে হতে পারে যে, ভারতকে হারাতে পারলে সব সমালোচনা থেমে যাবে। বাড়তি উজ্জীবিত হয়েও তাই নামতে পারে দল।' যোগ করলেন, 'তবে শুধু ভারত নয়, বাকি ম্যাচেও জিততে হবে পাকিস্তানকে। আয়ার্ল্যান্ড বা কানাডা ম্যাচও সহজ হবে না। সুপার এইট এখনও অনেক দূর।'


ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অবধারিতভাবে উঠে আসবে ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং দ্বৈরথের তত্ত্ব। বিরাট কোহলি-রোহিত শর্মা বনাম আমির, কতটা উপভোগ্য হবে লড়াই? 'আমির বরাবরই সেরাদের বিরুদ্ধে বল করতে ভালবাসে। জায়গায় বল করছে। স্যুইং করাচ্ছে। ওকে সামলানো সহজ হবে না। কোহলি আমার ভীষণ পছন্দের ব্যাটার। তবে রবিবার চাইব কোহলি-রোহিতরা দ্রুত ড্রেসিংরুমে ফিরুক,' ফোন রাখার আগে বললেন পাক পেসারের মেন্টর।


আরও পড়ুন: সুপার এইটে উঠতে পারবে না পাকিস্তান? বাবরদের তুলোধনা করে আশঙ্কাপ্রকাশ আক্রমের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।