ফ্লোরিডা: আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচ। দুই দলের কারুরই বাড়তি কিছু পাওয়ার নেই। তবে একদিকে যেমন ভারতের মহাতারকাদের বিরুদ্ধে রবিন্দর পাল সিংহ, সাদ বিন জাফরদের নিজেদের দক্ষতা পরীক্ষা করার এক বড় সুযোগ রয়েছে। তেমনই আবার সুপার এইটের আগে কানাডার বিরুদ্ধে ভারতীয় দল (IND vs CAN) নিজেদের ফাঁকফোঁকর ঢেকে অপরাজিত থেকেই সুপার এইটে কোয়ালিফাই করার লক্ষ্যে। 


টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নিজেদের তিন ম্যাচই জিতে নিয়ে সুপার এইটে পৌঁছে গিয়েছে। অপরদিকে, শুক্রবার আয়ার্ল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে অন্যতম আয়োজক দেশ। তাই কানাডার সুপার এইটে যাওয়ার আশা শেষ। এবারের বিশ্বকাপে যেহেতু আগে থেকেই সিড বাছাই করা হয়ে গিয়েছে, তাই ভারতের জন্যও এই ম্যাচ থেকে বাড়তি কিছু পাওয়ার নেই। তবে তারকাখচিত টিম ইন্ডিয়ার বিরুদ্ধে অঘটন ঘটালে সেটা যে কানাডার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, সেই বিষয়ে নিঃসন্দেহে অবগত সাদ জাফররা।


টিম ইন্ডিয়া এই ম্যাচের মাধ্যমে নিজেদের বেঞ্চ শক্তি পরীক্ষা করে দেখে নিতে পারে। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। তাঁকে সুযোগ দেওয়া যেতেই পারে। বিশেষ করে যেখানে এখনও পর্যন্ত রোহিত শর্মা ও বিরাট কোহলির (Virat Kohli) ওপেনিং জুটি টুর্নামেন্টে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কোহলির ব্যাটিং ফর্মই ভারতের মাথাব্যথার সবথেকে বড় কারণ। নিউ ইয়র্কে 'কিং কোহলি'র ব্যাট একেবারেই গর্জে উঠেনি। তিন ম্যাচে তাঁর সংগ্রহ চার, এক ও শূন্য। সুপার এইটে যেখানে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতকে, সেখানে কোহলির ফর্মে ফেরাটা কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদাভাবে বলার প্রয়োজন হয় না।


তবে ওপেনিংয়ে ব্যর্থতার হ্যাটট্রিকের পর তাঁর ওপর চতুর্থ ম্যাচেও ওপেনার হিসাবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট ভরসা রাখে কি না, সেটা দেখার বিষয় হতে চলেছে। ফ্লোরিডায় কোহলির রেকর্ডও আহামরি কিছু নয়। তিন ম্যাচ খেলে এই ভেন্যুতে তিনি মাত্র ৬৩ রান করেছেন। সেই পরিসংখ্যান বদলে ফেলে বড় ইনিংস খেলার দিকে নজর থাকবে কোহলির। তবে ফ্লোরিডায় এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপের দুই ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আজকের ম্যাচেও বৃষ্টির হওয়ার ৮৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচ আদৌ খেলা হবে কি না, সেই নিয়ে সংশয় থাকছেই।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ইতিহাস আমেরিকার, সুপার এইটে সৌরভরা, গ্রুপ থেকে বিদায়ে শোকস্তব্ধ পাকিস্তান