Virat Kohli Marksheet: সোশ্যাল মিডিয়ায় নিজের মার্কশিট আপলোড করে হতাশা প্রকাশ করলেন কোহলি, কিন্তু কেন?
Virat Kohli: বিরাটের আপলোড করা মার্কশিটে দেখা যাচ্ছে বিরাট তিনি ক্লাস ১০-এ ইংরেজিতে ৮৩, হিন্দিতে ৭৫, অঙ্কে ৫১, সাইন্সে ৩২ ও সোশ্যাল সাইন্সে ৮১ পয়েছিলেন।
নয়াদিল্লি: বিশ্বের সেরা ক্রিকেটারদের তালিকায় বিরাট কোহলির (Virat Kohli) নাম একেবারে শীর্ষস্তরে থাকবে। প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভক্তের অভাব নেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর আপলোড করা প্রতিটি খুঁটিনাটি বিষয়ের দিকেই তাঁর অনুরাগীরা নজর রাখেন। বিরাটও প্রায়শই নিজের জীবনের না না মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ক্লাস ১০-র মার্কশিট আপলোড করলেন।
কোহলির মার্কশিট
বিরাটের মার্কশিটে হিন্দি, ইংরেজি, অঙ্কের মতো না না বিষয়ের নম্বর দেখা গেলেও, স্পোর্টস বিষয়ক কোনওকিছুরই উল্লেখ তাঁর মার্কশিটে নেই। এই নিয়ে খানিকটা নিজের হতাশা প্রকাশ করে এবং খেলাধূলাকে পঠনপাঠনের অঙ্গ করে তোলার দাবি জানিয়ে বিরাট লেখেন, 'মার্কশিটে যে বিষয়গুলিকে ন্যূনতম গুরুত্বও দেওয়া হয় না, জীবন ও চরিত্র গঠনে অনেক সময় সেই বিষয়গুলিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মধ্যে খেলারও উল্লেখ থাক।'
বিরাটের পরিচিতি, তাঁর জগতজোড়া খ্যাতি কিন্তু ক্রীড়াক্ষেত্র থেকেই, কিন্তু তাঁর মার্কশিটে খেলাধূলার বিন্দুমাত্র উল্লেখ নেই। সেই বিষয়েই বিরাট সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন বলে ধরে নেওয়াই যায়। বিরাটের আপলোড করা মার্কশিটে দেখা যাচ্ছে বিরাট তিনি ক্লাস ১০-এ ইংরেজিতে ৮৩, হিন্দিতে ৭৫, অঙ্কে ৫১, সাইন্সে ৩২ ও সোশ্যাল সাইন্সে ৮১ পয়েছিলেন।
কোহলির 'গোট'
কোহলির বিচারে সেরা কে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে কিংগ কোহলির তাঁর 'গোট' অর্থাৎ 'গ্রেটেস্ট অফ অল টাইম' বা সর্বকালের সেরা বেছে নিলেন।
কোহলির বিচারে 'লিটল মাস্টার' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসই (Viv Richards) সর্বকালের সেরা দুই ক্রিকেটার। এই দুই ক্রিকেটারকেই সেরা বাছার কারণও ব্যাখা করেন বিরাট। তিনি বলেন, 'সচিন তেন্ডুলকর ও ভিভ রিচার্ডস ক্রিকেটের গোট। আমি বরাবরই এই দুইজনেরই নাম নিয়েছি। আমার হিরো সচিন। এই দুইজন নিজেদের জমানায় ব্যাটিংয়ের পরিভাষা সম্পূর্ণভাবে বদলে দিয়েছিলেন। সেই কারণেই আমার মতে এই দুইজনেই সর্বকালের সেরা।'
সচিন নিজের কেরিয়ারে ৬৬৪টি ম্যাচ খেলে ৪৮.৫২ গড়ে ৩৪, ৩৫৭ রান করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করার রেকর্ডও সচিনের দখলে। অপরদিকে, ১২১ টেস্টে ৮৫৪০ রান করেছেন। ওয়ান ডেতে তিনি ৪৭ গড়ে ৬,৭২১ রান করেছেন। মোট ৩৫টি শতরান ও ৯০টি অর্ধশতরান করেছেন তিনি।
আরও পড়ুন: আমদাবাদে আয়োজিত হবে ফাইনাল, ভারত-পাক ম্যাচ সম্ভবত চেন্নাই বা নয়াদিল্লিতে