লন্ডন: আইপিএলের লড়াই শেষ, এবার ভারতীয় ক্রিকেটাররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final 2023) জয়ের লক্ষ্যে মাঠে নামবেন। ৭ জুন থেকে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। ইতিমধ্যেই বিরাট কোহলি, রোহিত শর্মারা বিলেতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বহু আগেই ভারতীয় দল (Team India) ঘোষণা হয়ে গিয়েছে। গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই হতাশা দূর করে খেতাব জিততে মরিয়া হয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া।


হার্দিকের অনুপস্থিতিতে হতাশ


তবে ভারতীয় নির্বাচকরা এক তারকাকে দলে না নিয়ে খানিকটা ভুলই করেছে বলে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। তিনি বলেন, 'আমি ভাবছিলাম এমন একটা টেস্ট ম্যাচে ভারতীয় দলের জন্য হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) মতো একজন কতটা গুরুত্বপূর্ণ হতে পারত। জানি ও দিনকয়েক আগেই বলেছিল যে টেস্ট ম্যাচের ধকল সামলানোটা ওর শরীরের পক্ষে বেশ কষ্টকর। তবে এটা তো একটা টেস্ট ম্যাচের ব্যাপার। আইপিএলে তো প্রতিটি ম্যাচে ও বেশ গতিতেই বল করেছে। এক ম্যাচের জন্য ও কিন্তু এক্স-ফ্যাক্টার হয়ে উঠতেই পারত। ব্যাট এবং বল, উভয় বিভাগেই খেলা ঘোরাতে পারে ও। দুই দলের মধ্যে হার্দিক কিন্তু পার্থক্য গড়ে দিতেই পারত।'


পাণ্ড্য ২০১৭ সালে নিজের টেস্ট অভিষেক ঘটানোর পর থেকে ১১টি ম্যাচ খেলেছেন। তিনি ১১ ম্যাচে ৩১.২৯ গড়ে ৫৩২ রান করেছেন, নিয়েছেন ১৭টি উইকেট। তবে ২০১৮ সালের পর থেকে আর তিনি টেস্ট ম্যাচ খেলেননি। সদ্যই হার্দিক নিজের টেস্ট ভবিষ্যতের কথা জানাতে গিয়ে বলেন তিনি টেস্টে ফিরতে চাইলেও, আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই।


বিরাটের প্রশংসায় জস


 আইপিএলে একসঙ্গে খেলেন। বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি দলেরই সদস্য জস হ্যাজেলউড। গত ২ বছর ধরে আরসিবির সদস্য অজি পেসার। এই বছর যদিও সেভাবে খেলার সুযোগ পাননি প্রথম একাদশে। কিন্তু দীর্ঘ সময় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এবার লড়াইটা সম্মুখ সমরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। বিরাটের বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্য কিংগ কোহলির প্রশংসা ঝড়ে পড়ল হ্যাজেলউডের গলায়। অজি পেসার বলছেন, ''আমার মনে হয় বিরাটের পরিশ্রমের কথা সবার আগে উল্লেখ করতে হয়। ও অসম্ভব পরিশ্রমী ছেলে। এরপর ওর ফিটনেস ও ব্যাটিংয়ের স্কিল ওকে আরও বিশ্বমানের ক্রিকেটারে পরিণত করেছে। তিনি এমন একজন যে নেটে সবার আগে পৌঁছত আর সবার শেষে নেট থেকে বেরিয়ে আসত। বিরাট দলের সবাইকে উদ্বুদ্ধ করতে ভালবাসে। ওকে দেখে তরুণ ক্রিকেটারদেরও আত্মবিশ্বাস বেড়ে যায়।''


আরও পড়ুন: ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?