ইনদওর: প্রথম দুই টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর তৃতীয় টেস্টে দুরন্তভাবে ফিরে এসছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) ভারতকে নয় উইকেটে পরাজিত করে অজি দল। এই ম্যাচ জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) নিজেদের পাকা করে ফেলেছেন অজিরা। তবে এই হারের ফলে কি ভারতের (Team India) ফাইনালে পৌঁছনোর পথ খুব কঠিন হয়ে গেল?
নিশ্চিত অস্ট্রেলিয়ার স্থান
তৃতীয় টেস্ট জেতার ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট প্রতি ম্যাচ দাঁড়াল ৬৮.৫২। এর ফলে এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের তালিকায় অজিদের শীর্ষস্থান নিশ্চিত। আমদাবাদে সিরিজের ফাইনাল টেস্টের ফলাফল যাই হোক না কেন, অজিদের শীর্ষস্থান পাকা। এবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দল হিসাবে পৌঁছনোর লড়াইটা দুই পড়শি দেশ ভারত ও শ্রীলঙ্কার মধ্যেই। ভারতের দখলে বর্তমানে ৬০.২৯ পয়েন্ট রয়েছে। তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ফাইনালে খেলাটা এখনও পাকা নয়। শ্রীলঙ্কা কিন্তু ভারতীয় দলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারে।
কোন পথে ফাইনালে ভারত?
আমদাবাদে ভারতীয় দল যদি চতুর্থ টেস্ট ম্যাচ জিতে নেয়, তাহলে নিশ্চিতভাবেই তাঁরা ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা পাকা করে নেবে, ছিটকে যাবে শ্রীলঙ্কা। তবে অজিদের কাছে যদি টিম ইন্ডিয়া চতুর্থ টেস্টে পরাজিত হয় বা ম্যাচ ড্র হয়, তবে কিন্তু টিম ইন্ডিয়াকে পিছনে ফেলে শ্রীলঙ্কার এগিয়ে যাওয়ার সম্ভাবনা জীবিত থাকবে। তবে সেক্ষেত্রেও দ্বীপরাষ্ট্রকে নিউজিল্যান্ডের ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুইটি ম্যাচই জিততে হবে। একমাত্র তবেই শ্রীলঙ্কা ভারতকে পিছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে।
মাঠে প্রধামন্ত্রীরা
নিজের নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবং তাঁর সঙ্গেই থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese)। আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখবেন দুই দেশের প্রশাসনিক প্রধান। ৯ থেকে ১৩ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে। সেই ম্যাচেই দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যান্থনি অ্যালবানিজউপস্থিত থাকবেন। এই প্রথমবার তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। শুক্রবার যে খবর প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: দুরন্ত বিশ্বকাপের সুবাদে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক ধাক্কায় ২২ ধাপ এগোলেন রিচা