ডমিনিকা: ডমিনিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচে (IND vs WI 1st Test) একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচেই ভারতের হয়ে অভিষেক ঘটাতে চলেছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দুর্দান্ত আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পাকফরম্যান্সেরই সুফল পেতে চলেছেন তিনি। সেই ম্যাচে মাঠে নামার আগে আরেক তরুণ ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) সঙ্গে যশস্বীর খোলামেলা এক আলোচনার ভিডিও বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
রুতুরাজ, যশস্বীর মতো তরুণ ক্রিকেটারদের কাছে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) অনুপ্রেরণা। ধোনির সঙ্গে মাঠে প্রথম সাক্ষাৎকারে তাঁকে দেখে যশস্বীর প্রণাম করার ভিডিও কিন্তু বেশ ভাইরাল হয়েছিল। সেই সাক্ষাৎকারের স্মৃতিচারণ করে যশস্বী জানান যে ধোনিকে প্রথমবার দেখার পর তিনি শিহরিত হয়ে উঠেছিলেন। নিজে অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে যশস্বী বলেন, 'আমি প্রথমবার ধোনি স্যারকে দেখা করার পর নিজের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু ওঁকে প্রণাম জানিয়ে জানিয়ে ছিলাম। সামনা সামনি ধোনির দেখা পেয়ে আমি শিহরিত হয়ে উঠেছিলাম। ওঁকে কাছ থেকে দেখতে পাওয়াটা সৌভাগ্যের। ওঁর সঙ্গে আমি অনেক সময় কাটিয়ে ওর থেকে অনেক কিছু শিখতে চাই।'
অপরদিকে, রুতুরাজ ধোনির সঙ্গে সময় কাটাতে পারা নিজেকে সৌভাগ্যবান বলেই দাবি করেন। তিনি বলেন, 'ওঁর (ধোনি) সঙ্গে সময় কাটাতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। ম্যাচের পর প্রায়সই আমি খেলোয়াড়দের ওঁর সঙ্গে কথা বলতে দেখি। ওঁর সঙ্গে কথা বলতে, ওঁর থেকে শিখতে সকলেই মুখিয়ে থাকে। ওই দুই মাস (আইপিএল চলাকালীন) ওর সঙ্গে প্রতিদিন কথা বলার সুযোগটা পাওয়ায় আমার নিজেকে ভাগ্যবান বলেই মনে হয়। তবে বছরভর, যখনই কোনও কিছুর প্রয়োজন হয়, ওঁ কিন্তু সবসময় আমার জন্য সময় বের করে। আমরা সাফল্যে বড় কারণ ওঁ। সাফল্য় পেয়েও কীভাবে মাটিতে পা রাখতে হয়, সেটা ওঁই আমায় শিখিয়েছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?