চেন্নাই: ষোড়শ আইপিএলে (IPL 2023) এমনই অভিনব পরিস্থিতি তৈরি হয়েছে যে, সব দল অন্তত দশটি করে ম্যাচ খেলে ফেলার পরেও প্লে অফের দৌড়ে কাউকেই হিসেবের বাইরে রাখা যাচ্ছিল না।
তবে সম্ভবত টুর্নামেন্টের প্রথম দল হিসাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস তাদের হারিয়ে দিল ২৭ রানে। এই জয়ের ফলে ১১ ম্যাচের পর ৮ পয়েন্টেই আটকে দিল্লি। বাকি তিন ম্যাচের সবকটি জিতলেও ডেভিড ওয়ার্নারদের পয়েন্ট দাঁড়াবে ১৪। যা প্লে অফে ওটার জন্য পর্যাপ্ত হবে না বলেই মনে করা হচ্ছে। তার ওপর দিল্লির নেট রান রেটও খারাপ। -০.৬০৫। কার্যত যাত্রাভঙ্গ হল দিল্লির।
চেন্নাই শুরুতে ব্যাট করে তুলেছিল ১৬৭/৮। জবাবে মাত্র ১৪০/৮ স্কোরে আটকে গেল দিল্লি। রিলি রুসৌ ৩৫ ও মণীশ পাণ্ডে ২৭ রান করে লড়াই করলেন। আর কেউই উল্লেখযোগ্য কিছু করেননি। ওয়ার্নার নিজে ০ রানে আউট হয়ে যান। সিএসকে বোলারদের মধ্যে ৩৭ রানে ৩ উইকেট নেন মাথিশা পাথিরানা। দীপক চাহারের ২ উইকেট। ব্যাটে ১৬ বলে ২১ রান করার পাশাপাশি বল হাতে ১ উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হয়েছেন রবীন্দ্র জাডেজা।
বুধবার আইপিএলে মুখোমুখি হয়েছিলেন দুই কিংবদন্তি। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। মহেন্দ্র সিংহ ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে শুরুতে ব্যাট করে চেন্নাই তোলে ১৬৭/৮। আট নম্বরে ব্যাট করতে নেমে ৯ বলে ২০ রান করেন ধোনি। ১টি চার ও জোড়া ছক্কায় পুরনো ঝলক দেখালেন মাহি।
দিল্লির সামনে সব ম্যাচই মরণ-বাঁচন। টানা পাঁচ ম্যাচ হারার পর ডেভিড ওয়ার্নারদের প্লে অফের যোগ্যতা অর্জনই একটা সময় ঊর্বর কল্পনা মনে করা হচ্ছিল। তবে পরের ৫ ম্যাচের মধ্যে ৪টি জিতে নিয়েছিল দিল্লি। দশ দলের মধ্যে পয়েন্ট টেবিলে এখনও সকলের নীচে দিল্লি। ১১ ম্যাচ খেলে মাত্র ৮ পয়েন্ট ভাঁড়ারে। প্লে অফের সম্ভাবনা কার্যত শেষ। বাকি ৩ ম্যাচের সবকটি জিতলে, এবং বড় ব্যবধানে জিতলে দিল্লির পয়েন্ট দাঁড়াবে ১৪। যে পয়েন্ট আইপিএলে প্লে অফে ওঠার ম্যাজিক ফিগারের চেয়েও ২ কম।
আরও পড়ুন: ABP Exclusive: রিঙ্কু ভাই যে কোনও জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, বলছেন কেকেআরের নতুন অস্ত্র