এক্সপ্লোর
Advertisement
কমনওয়েলথ গেমসে সোনা অনীশ, বজরঙের, রুপো মৌমাদের
গোল্ড কোস্ট: গোল্ড কোস্টে অব্যর্থ লক্ষ্যভেদ। কমনওয়েলথ গেমসের নবম দিনও শ্যুটারদের জয়জয়কার। এক ভারতীয় শ্যুটারের হাতেই কমনওয়েলথে নয়া ইতিহাস। ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে সোনা জিতে নজির ১৫ বছরের অনীশ ভানওয়ালার। টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ সোনাজয়ী হিসেবে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে তাঁর স্কোর ৩০, যা গেমস রেকর্ড।
আগের দিন রুপো জিতেছিলেন। এদিন ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশনে সোনা ছিনিয়ে আনলেন তেজস্বিনী সাবন্ত। ৪৫৭.৯ পয়েন্ট করে গড়লেন কমনওয়েলথ রেকর্ড। রুপো জিতলেন আর এক ভারতীয় শ্যুটার অঞ্জুম মুদগিল।
বৃহস্পতিবার সুশীলের সোনাজয়ের হ্যাটট্রিকের পর এদিন কমনওয়েলথে কুস্তির রিংয়ে বাহুবলী বজরং। ৬৫ কেজির ফ্রি স্টাইলে ওয়েলসের কেন চারিগকে হারালেন টেকনিক্যাল সুপিরিয়রিটিতে। বজরংয়ের জয় ১০-০ তে। এছাড়াও ৫৭ কেজিতে রুপো জিতেছেন পূজা ধান্দা। ৯৭ কেজিতে রুপো মৌসম খাতরির। ৬৮ কেজিতে ব্রোঞ্জ দিব্যা কাকরানের।
অন্যদিকে, টেবিল টেনিসে ডাবলসের ফাইনালে হার মনিকা বাত্রা-মৌমা দাসের। মহিলাদের ডাবলসে রুপো জিতলেন তাঁরা। কমনওয়েলথে মহিলাদের ডাবলসে এই প্রথম রুপো পেল ভারত। দিনের শেষে ১৭ সোনা, ১১ টি রুপো ও ১৪ টি ব্রোঞ্জ নিয়ে তিন নম্বরে ভারত।
অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন ভারতীয় শাটলাররাও। সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, কিদম্বী শ্রীকান্ত। ডাবলসে এগোলেন অশ্বিনী পোনাপ্পা-সিক্কি রেড্ডিও। ফলে পদকের সংখ্যা বাড়ার আশা রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement