বার্মিংহাম: ১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে পৌঁছেও ইতিহাস গড়া সম্ভব হয়নি। তবে ফের একবার প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ইতিহাস গড়ার হাতছানি শ্রীহরি নটরাজের (Srihari Nataraj) সামনে।
দ্বিতীয় ফাইনাল
১০০ মিটার ব্যাকস্ট্রোকে পদক জয়ের আশা জাগিয়েও নটরাজ সপ্তম স্থানে শেষ করেন। তার সময় ছিল ৫৪.৩১ সেকেন্ড। এবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকেরও ফাইনালে নিজের টিকিট পাকা করে ফেললেন বেঙ্গালুরুর তরুণ। ২৫.৩৮ সেকেন্ডে ৫০ মিটার অতিক্রম করে নিজের হিটে পঞ্চম স্থানে শেষ করেছিলেন নটরাজ। সব মিলিয়ে তিনি অষ্টম স্থানে শেষ করে ফাইনালের টিকিট পাকা করলেন।
রবিবার, ৩১ অগাস্ট দিনের প্রথম ভাগে, কোয়ার্টার ফাইনালেও নটরাজ অষ্টম স্থানে শেষ করেছিলেন। তবে তিনি কোয়ার্টারে সময় নিয়েছিলেন ২৫.৫২ সেকেন্ড। এবার তার থেকে সময় কম নিলেও অষ্টম স্থানেই শেষ করলেন বেঙ্গালুরুর তরুণ। ১ অগাস্ট ইতিহাস তৈরির লক্ষ্যে ফাইনালে নামবেন শ্রীহরি নটরাজ। তবে নটরাজ বার্মিংহামে নিজের দ্বিতীয় ফাইনালে কোয়ালিফাই করলেও, হতাশ করলেন অভিজ্ঞ সজন প্রকাশ (Sajan Prakash)। নিজের পছন্দের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নবম স্থানে শেষ করলেন তিনি।
নবম সজন প্রকাশ
১:৫৮.৯৯ সেকেন্ডে ২০০ মিটার অতিক্রম করে সজন নিজের হিটে চতুর্থ স্থানে শেষ করেছিলেন। তবে সব মিলিয়ে তিনি নবম স্থানে থাকায় একটু হলেও আশা ছিল ফাইনালে পৌঁছনোর। প্রকাশ ও অস্ট্রেলিয়ার কিরেন পোলার্ড দুই জনেই একই সময়ে সাঁতার শেষ করায় দুই অ্যাথলিট সরাসরি মুখোমুখি হন। সেই লড়াইয়ে ১:৫৮.৩১ সেকেন্ডে প্রকাশ ২০০ মিটার শেষ করে প্রথম রিজার্ভ হওয়ার যোগ্যতা অর্জন করেন প্রকাশ। তবে ফাইনালে আটজনই নামতে পারেন।
কোনও সাঁতারু যদি ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেন বা পুলে না নামেন, সেক্ষেত্রেই একমাত্র ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল প্রকাশের। তবে তেমনটা না হওয়ায় ফাইনালে উঠতে পারলেন না প্রকাশ। হতাশাজনকভাবেই শেষ হল তার ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মিক্সড দলের সেমিফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেনরা