এক্সপ্লোর
অবসরে মেয়ে জিভার সঙ্গে খুনসুটি ধোনির, ভিডিও দিলেন সাক্ষী, দেখুন

রাঁচি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন বিরতি নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু ধোনি কীভাবে কাটাচ্ছেন তাঁর অবসর সময়, সেই ভিডিওই ইন্সটাগ্রামে দিয়েছেন সাক্ষী। ছোট্ট জিভার সঙ্গে না না খুনসুটি করেই কাটছে ধোনির সময়। এছাড়া মা-বাবার নাম ধরেও ডাকতে শোনা গিয়েছে জিভাকে। আবার বাবা-মেয়ে পাউটও দিয়েছেন। দেখুন সেইসমস্ত মজার মুহূর্তের ভিডিওগুলো ভিডিওতে দেখুন মায়ের নাম ধরে ডাকছে ছোট্ট জিভা
ভিডিও সৌজন্যে সাক্ষী ধোনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট#Ziva A video posted by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















