এক্সপ্লোর
Advertisement
থানায় অভিযোগ দায়ের, উদ্ধার ধোনির মোবাইল ফোন
নয়াদিল্লি: মোবাইল ফোন হারিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। তবে থানায় অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই খোয়া যাওয়া তিনটি মোবাইল উদ্ধার হয়।
বাংলার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফি সেমিফাইনাল খেলতে ধোনির নেতৃত্বাধীন ঝাড়খণ্ড ক্রিকেট দল রাজধানীর দ্বারকার যে পাঁচতারা হোটেলে উঠেছিল, সেখানে আচমকা আগুন লাগে গত শুক্রবার। ঠান্ডা মাথায় টিমের সদস্যদের আগুনের লেলিহান গ্রাস থেকে নিরাপদে বের করে আনেন তিনি। যদিও তার মধ্যেই আচমকা খোয়া যায় ক্যাপ্টেন কুল-এর মোবাইল ফোন। দিল্লি পুলিশের কাছে আজ এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কয়েকজনকে এ ব্যাপারে আটক করা হয়ে বলে জানান দ্বারকা দক্ষিণ থানার এক পুলিশকর্তা।
পুলিশ জানিয়েছিল, ধোনি অভিযোগনামায় বলেছেন, সেদিন তিনি তাঁর তিনটি ফোন হোটেল রুমে রেখে নীচে ব্রেকফাস্ট খেতে গিয়েছিলেন। তার মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তাঁর স্টাফরা ধোনির মালপত্র গোছাতে গিয়ে আবিষ্কার করেন, ফোনগুলি উধাও। ফোনের হদিশ মেলার পর এক পুলিশকর্তা বলেন, যে ফোনগুলি নিয়েছিল, বুঝতে ভুল হয়েছিল তার। ধোনির ঘর পরিষ্কার করতে ঢুকেছিল লোকটি ও হোটেলের কয়েকজন কর্মী। ফোনগুলি পড়ে থাকতে দেখে সেগুলির মালিক কে, বুঝতে না পেরে তুলে নেয় সে। পুলিশ তার সঙ্গে যোগাযোগ করলে সে জানায়, ফোনগুলি তার কাছেই আছে. আমাদের হাতে সেগুুলি তুলে দেয় সে।
এদিকে ধোনিরা যে হোটেলে উঠেছিলেন, তারা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কোনও কর্মীর এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলেনি তদন্তে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement