ত্রিনিদাদ: ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর, প্রথম টি-টোয়েন্টিতেও (IND vs WI 1st T20) ভারতের দাপট অব্যাহত। ত্রিনিদাদে ৬৮ রানে উইন্ডিজকে পরাজিত করে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ভারতের নায়ক রোহিত শর্মার (Rohit Sharma) পাশাপাশি দীনেশ কার্তিক (Dinesh Karthik)।


কঠিন পিচ


মিডল ওভারে পরপর উইকেট হারিয়ে ভারত যখন চাপে পড়ে যায়, ঠিক তখনই ব্যাটে ঝড় তোলেন দীনেশ কার্তিক। একেবারে যোগ্য ফিনিশার হিসাবে ভারতের স্কোর পৌঁছে দেন ১৯০ রানে। ১৯ বলে চারটি চার ও দুইটি ছক্কার সুবাদে ৪১ রান করেন ডিকে। ব্যাটে ঝড় তুললেও ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির পিচ একেবারেই সহজ ছিল না, তা সাফ জানিয়ে দিচ্ছেন কার্তিক। তিনি বলেন, 'উইকেটে বল একটু থেমে আসছিল। শুরু থেকে বড় শট খেলার জন্য একেবারেই উপযোগী ছিল না পিচ। তবে কিছুটা সময় নিলে পিচের গতিটা বুঝে নেওয়া সম্ভব এবং তারপরেই কী ধরনের শট এই পিচে খেলা উচিত তা নির্ণয় করা সম্ভব।'


গত বিশ্বকাপে ভারতীয় দল ফিনিশারের অভাবে ভুগেছিল। হার্দিক পাণ্ড্যর ম্যাচ ফিনিশ না করতে পারা এবং তার বিকল্পও না থাকা নিয়ে কম চর্চা হয়নি। তবে সেই সমস্যার যোগ্য সমাধান হওয়ার দক্ষতা রয়েছে কার্তিকের কাছে। এ বারের আইপিএল এবং তারপর জাতীয় দলের হয়ে কার্তিক ফিনিশারের ভূমিকায় বেশ কয়েকটি নজরকাড়া ইনিংস খেলেছেন। অভিজ্ঞ ভারতীয় তারকা মেনে নিচ্ছেন এই ভূমিকায় ধারাবাহিক হওয়াটা একেবারেই মুখের কথা নয়। তবে তাকে আত্মবিশ্বাস জোগানোর জন্য দুই বিশেষ ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছেন কার্তিক।


কৃতজ্ঞ কার্তিক


কে সেই ব্যক্তিদ্বয়? তারা আর কেউ নন, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। এই বিষয়ে কার্তিক জানান, 'আমি ফিনিশারের দায়িত্বটা বেশ উপভোগই করছি। এই ভূমিকাটা কিন্তু আর পাঁচটি দায়িত্বের থেকে একটু ভিন্ন। এই ভূমিকায় ধারাবাহিক হওয়াটা একেবারেই মুখের কথা নয়। তবে কিছু কিছু দিনে কিছু ইনিংসের মাধ্যমে ম্যাচে বড় প্রভাব ফেলা সম্ভব। এর জন্য দলের অধিনায়ক এবং কোচের ব্যাকিংটা খুবই প্রয়োজন। আমার ভাগ্য ভাল যে এই দুইজনই আমায় ভীষণভাবে ব্যাক করছেন।'


আরও পড়ুন: ক্যারিবিয়ান-বধে নায়ক ডিকে, টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত