এক্সপ্লোর
স্বপ্ন সত্যি হল, বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে বলছেন কার্তিক
২০০৭ সালের পর ফের বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে কার্তিক বলছেন, তাঁর স্বপ্ন সত্যি হল।

নয়াদিল্লি: বিশ্বকাপে ভারতীয় দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে কে সুযোগ পাবেন, সে বিষয়ে জোর জল্পনা চলছিল। লড়াইয়ে ছিলেন অভিজ্ঞ দীনেশ কার্তিক ও তরুণ ঋষভ পন্থ। নির্বাচকরা তারুণ্যের বদলে অভিজ্ঞতার উপরেই জোর দিয়েছেন। ২০০৭ সালের পর ফের বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে কার্তিক বলছেন, তাঁর স্বপ্ন সত্যি হল। কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘আমি অত্যন্ত উত্তেজিত। বিশ্বকাপের দলে থাকা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আমার সেই স্বপ্ন সত্যি হল। দল হিসেবে আমরা অনেক সাফল্য পেয়েছি। আমিও সেই যাত্রার অংশ ছিলাম। এবারও তাই দলে থাকতে চেয়েছিলাম।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















