এক্সপ্লোর
Advertisement
পুলওয়ামায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতে বন্ধ পাকিস্তান সুপার লিগের সম্প্রচার
নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলার পর দেশজুড়ে তৈরি হয়েছে পাকিস্তান-বিরোধী জনমত। এই পরিস্থিতিতে ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হল। গতকাল থেকেই এই পদক্ষেপ কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবারের পিএসএল। ঘটনাচক্রে সেদিনই পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। এই ঘটনার পর গতকাল রাতে লাহৌর কলন্দর্স ও করাচি কিংসের ম্যাচটি সম্প্রচার করা হয়নি। এ বিষয়ে সম্প্রচারকারী সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘আমরা পিএসএল-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছি। আমরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। দেশের বিষয়ে আমরা সংবেদনশীল। তবে পিএসএল-এর সম্প্রচার বন্ধ করার সঙ্গে কয়েকটি প্রযুক্তিগত বিষয় জড়িয়ে আছে। সে বিষয়ে আমরা ভাবছি। শুক্রবার রাত থেকেই ভারতে পিএসএল-এর সম্প্রচার বন্ধ করে দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিভিন্ন দেশে একসঙ্গে সম্প্রচার করা হচ্ছিল। ফলে সেদিন শুধু ভারতে সম্প্রচার বন্ধ করা সম্ভব হয়নি। গতকাল থেকে ভারতে সম্প্রচার বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে।’
এবার পিএসএল-এর চতুর্থ বছর। কিন্তু শুরু থেকেই এই প্রতিযোগিতা ধাক্কা খাচ্ছে। শেষমুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানে যাননি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক পিটবুল। এবার ভারতে সম্প্রচার বন্ধ করে দেওয়া হল। ফলে সমস্যায় পড়ে গেল পিএসএল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement