কলকাতা : অবশেষে আনন্দের সেই চেনা ছবি লাল-হলুদ সভ্য-সমর্থকদের মধ্যে। শেষমেশ শাপমোচনের জেরে আনন্দ-উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকরা। একবুক আশা নিয়ে প্রত্যেকবার বুক বাঁধলেও মাঝে দীর্ঘ সময় শুধুমাত্র হতাশাই সঙ্গী হয়েছিল তাঁদের। মঞ্চ পাল্টাক বা ফ্র্যাঞ্চাইজি, মাঝে দীর্ঘ সাড়ে ৪ বছর ক্রমাগত হারের মুখে পড়তে হয়েছিল তাঁদের। শেষমেশ যা থামল। নতুনভাবে তৈরি দল নিয়ে ইস্টবেঙ্গলকে ডার্বি-জয়ের সারণীতে ফেরালেন কার্লোস কুয়াদ্রাত। নন্দকুমারের দুরন্ত গোলে ভর করে ডুরান্ডের ডার্বিতে ১-০ গোলে জিতল ইস্টবেঙ্গল।


পরিসংখ্যান জানাচ্ছে, প্রায় সাড়ে ৪ বছর বাদে ফের মোহনবাগানকে বড় ম্যাচে হারাতে সক্ষম হল ইস্টবেঙ্গল। মাঝের সময়ে টানা ৮ ম্যাচে জিতেছিল মোহনবাগান (Mohun Bagan)। ২০১৯ সালের ২৭ জানুয়ারির পর ১২ অগাস্ট ফের ডার্বির রং হল লাল-হলুদ। তৎকালীন ইস্টবেঙ্গল খেলত আই লিগে। ২০১৯ সালের ২৭ জানুয়ারি হাইমে স্যান্টোস ও জবি জাস্টিনের গোলে ২-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। যারপর থেকে ডুরান্ড কাপের বড় ম্যাচের (১২ অগাস্ট ২০২৩) আগের পর্যন্ত মোট ডার্বি হয়েছিল ৯ টি। কলকাতা লিগের একটি ম্যাচে ( ২০১৯ সালের ১ সেপ্টেম্বর) ড্র ছাড়া প্রত্যেকটি ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল।


যার শুরুর হয়েছিল ২০২০ সালের ১৯ জানুয়ারি। তখনই দুই দলই খেলত আই লিগে। জোসেবা বেইতিয়া ও বাবা দিওয়ারার গোলে ২-১ জিতেছিল। তারপরের দুটি মরসুমে চারটি ম্যাচেও জিতেছে সবুজ-মেরুন শিবির। ২০২১-২২ মরসুমে দুটি ম্যাচে এটিকে মোহনবাগান জিতেছিল যথাক্রমে ৩-০ (২৭ নভেম্বর ২০২১) ও ৩-১ (২৯ জানুয়ারি ২০২২) গোলের ব্যবধানে। 


২০২২-২৩ মরশুমেও ময়দানের দুই প্রধান প্রথম মুখোমুখি হয়েছিল ডুরান্ড কাপে। ২৮ অগাস্ট ২০২২-এর ম্যাচে সুমিত পাসির আত্মঘাতী গোলে ডুরান্ডের গ্রুপ পর্বের যে ম্যাচে হেরেছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) প্রথম রাউন্ডের ম্যাচেও বজায় ছিল যে ধারা। ২০২২ সালের ২৯ অক্টোবর বৌমৌস ও মনবীরের গোলে ২-০ ব্যবধানে জিতেছিল মোহনবাগান। আর দিমিত্রি, স্লাভকোর গোলে ২-০ ব্যবধানে গত ২৫ ফেব্রুয়ারি এর আগের শেষ ডার্বির রঙও হয়েছিল সবুজ-মেরুন।         


আরও পড়ুন- মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বির সমস্ত আপডেট


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial