কলকাতা: ঢেলে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল। ইমামির সঙ্গে চুক্তি হওয়ার পর একের পর এক ফুটবলারকে দলে নিয়েছে লাল হলুদ বাহিনী। আসন্ন মরসুমের আগে এবার একসঙ্গে পাঁচজন বিদেশি ফুটবলারকে নিজেদের দলে নিয়ে নিল তারা। কে এই পাঁচজন, আসুন দেখে নেওয়া যাক -


চারাল্যামবোস কাইরিয়াকু: ৩২ বছরের ডিভেন্ডার। সারপ্রাইসের এই রক্ষণ সামলানো ফুটবলার দেশের হয়ে ১১ বার খেলেছেন। ঘরোয়া ট্রফি  জিতেছেন প্রায় সবগুলোই। ইমামি ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলার হিসেবে আগামীকালই শহরে পা রাখতে চলেছেন এই ডিফেন্ডার।


অ্যালেক্স লিমা: ৩৩ বছর বয়সি ব্রাজিলিয় ফুটবলার। মিডফিল্ডে গত ২ মরসুমে জামশেদপুর এফসি-র হয়ে ৪২ ম্যাচের মধ্যে ৪১ ম্যাচ খেলেছেন। ২০২১-২২ মরসুমে জামশেদপুরের হয়ে জিতেছেন লিগ উইনার্শ শিল্ড। 


ইভান গঞ্জালেজ: ৩২ বছরের স্প্যানিশ ডিফেন্ডার। এর আগের ২ মরসুমে এফসি গোয়ার হয়ে ৪২ ম্যাচের মধ্যে খেলেছেন ৩৬ ম্যাচ। রিয়াল মাদ্রিদের যুব প্লেয়ার হিসেবে খেলেছেন। এছাড়া গত মরসুমে গোয়ার জার্সিতে জিতেছেন ডুরান্ড কাপ।


 ক্লেটন সিলভা: ৩৫ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএলে বিগত ২ মরসুমে ৩৭ ম্যাচ খেলেছেন। করেছেন ১৬টি গোল। অ্যাসিস্ট করেছেন সাতটি গোলে।


এলিয়ান্দ্রো: ৩২ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিথুয়ানিয়া ও মালটার পাশাপাশি তাইল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন। বিগত আড়াই মরসুমে করেছেন ২৩ গোল। 


দল ঢেলে সাজাচ্ছে ইস্টবেঙ্গল


এদিকে, ডুরান্ড কাপের মাধ্যমে শুরু হতে চলেছে এ বছরের ভারতীয় ফুটবল মরসুম। তার আগে জোরকদমে দল সাজাতে লেগে পড়েছে ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার (১১ অগাস্ট) আরও তিন নতুন ফুটবলারকে সই করাল লাল হলুদ।


সরকারিভাবে মাসের শুরুতেই ইমামির সঙ্গে চুক্তিপত্রে সই করেছে ইস্টবেঙ্গল। তারপরের দিনই একসঙ্গে ১৩জন ভারতীয় ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছিল লাল হলুদ। পবন কুমার, সার্থক গলুই, মহম্মদ রাওকিপ, জেরি লালরিনজুয়ালা, সৌভিক চক্রবর্তী, অঙ্কিত মুখোপাধ্যায়, অনিকেত যাদব, অমরজিৎ সিংহ, মোবাসির রহমান, ভিপি সুহের, আঙ্গুসানা, প্রীতম সিংহ ও নাওরেম মহেশ সিংহকে একসঙ্গে চুক্তিবদ্ধ করেছিল ইস্টবেঙ্গল। এবার আরও তিন ফুটবলার, কমলজিৎ সিংহ, সুমিত পাসি ও লালচুঙ্গনুঙ্গাকে কে চুক্তিবদ্ধ করা হল। এই তিন ফুটবলারকে সই করার কথা ইমামি ইস্টবেঙ্গলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে।


আরও পড়ুন: কলকাতায় ১৬ অগাস্ট থেকে শুরু ডুরান্ড, ২৮-এ যুবভারতীতে ডার্বি