ওল্ড ট্র্যাফোর্ড: টেস্ট ক্রিকেটে তিনি বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি। ১৮১ টেস্টে ৬৮৮ উইকেট রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে। সেই জেমস অ্যান্ডারসনকে (James Anderson) অ্যাশেজের (The Ashes) চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড (England Cricket Team) দলে ফেরানো হল।


সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ ম্যাঞ্চেস্টারে। ওল্ড ট্র্যাফোর্ডে। যে মাঠের একটা প্রান্তের নাম কিংবদন্তি অ্যান্ডারসনের নামে। জেমস অ্যান্ডারসন প্রান্ত থেকে বোলিং করছেন জেমস অ্যান্ডারসন - অ্যাশেজের চতুর্থ টেস্টে এমন সম্ভাবনা জোরাল হল। চতুর্থ টেস্টের দলে ফেরানো হয়েছে ইতিহাসের সফলতম পেসারকে। হেডিংলে টেস্টের একাদশ থেকে একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। অ্যান্ডারসন এসেছেন আরেক পেসার অলি রবিনসনের জায়গায়।


 






আগামী বুধবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডের শুরু হতে যাওয়া টেস্টের জন্য সোমবার তাদের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। এজবাস্টনের পর লর্ডসে দ্বিতীয় টেস্টেও হারের পর হেডিংলেতে দলে পরিবর্তন করেছিল ইংল্যান্ড। দলে নেওয়া হয়েছিল মার্ক উড ও ক্রিস ওকসকে। জশ টাং এবং জেমস অ্যান্ডারসন বাদ পড়েছিলেন। প্রথম দুই টেস্টে ৭৫.৩৩ গড়ে মাত্র তিনটি উইকেট নিয়েছিলেন ৪১ ছুঁই ছুঁই পেসার। তবে হেডিংলেতে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মার্ক উড ও ক্রিস ওকসের। দুই পেসারই ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দলে রয়েছেন।


রবিনসনের অবশ্য চোটের সমস্যা ছিল। হেডিংলেতে প্রথম ইনিংসে ১১.২ ওভার বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে বোলিং করেননি তিনি। যদিও ব্যাটিংয়ের জন্য ফিট ঘোষণা করা হয়েছিল তাঁকে। হেডিংলে টেস্টের আগেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন, একাদশ এমনভাবে সাজানো যাতে তিনি এক ওভার বোলিং না করলেও কোনও অসুবিধা না হয়। হেডিংলে টেস্টের আগেই ওল্ড ট্রাফোর্ডে অ্যান্ডারসনের খেলার ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন স্টোকস। সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল সোমবার।  


অ্যাশেজে ২-১ ব্যবধানে এখনও এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের সামনে চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ।                


আরও পড়ুন: এশিয়ান গেমসে খেলা নিয়ে জটিলতা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্তিমাচ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial