আমস্টেলভিন: ওয়ান ডে ক্রিকেটে নতুন কীর্তি তৈরি করল ইংল্যান্ড। শুক্রবার আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৯৮/৪ স্কোর তুললেন ইংরেজ ক্রিকেটারেরা (England vs Netherlands)। এটাই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস। ভেঙে গেল ইংল্যান্ডেরই চার বছরের পুরনো রেকর্ড। তিন-তিনজন সেঞ্চুরি করলেন। ফিল সল্ট, দাভিদ মালান ও জস বাটলার। তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেললেন বাটলার। মাত্র ৭০ বলে ১৬২ রান করে অপরাজিত রইলেন তিনি।
ওয়ান ডে ক্রিকেটে এর আগে পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ছিল ইংল্যান্ডেরই। ২০১৮ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ ওভারে ৪৮১/৬ তুলেছিল ইংল্যান্ড। ২৪২ রানে অজিদের হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে বড় সেঞ্চুরি করেছিলেন জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস। সেই ম্যাচে খেললেও রান পাননি বাটলার। মাত্র ১১ রান করে ফিরে গিয়েছিলেন। শুক্রবার যেন সেই খামতি সুদে আসলে মিটিয়ে নিলেন বাটলার। আইপিএলে যিনি বিধ্বংসী ফর্মে ছিলেন। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ছিলেন বাটলার।
শুক্রবার ৭০ বলের ইনিংসে ৭টি চার ও ১৪টি ছক্কা মেরেছেন বাটলার। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩১.৪২। অল্পের জন্য একটি বিশ্বরেকর্ড হাতছাড়া হয়েছে বাটলারের। আর চারটি ছক্কা মারলেই বাটলার নতুিন নজির গড়তেন। তিনিই হতেন ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটার। ভেঙে যেত স্বদেশীয় অইন মর্গ্যানের রেকর্ড। ২০১৯ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৭১ বলে ১৪৮ করার পথে ১৭টি ছক্কা মেরেছিলেন মর্গ্যান। এদিন বাটলার যে বিধ্বংসী ছন্দে ছিলেন, অনেকেই মনে করেছিলেন মর্গ্যানের রেকর্ড ভেঙে যাবে। যদিও অল্পের জন্য সেই রেকর্ড রক্ষা পেয়েছে।
ফিল সল্ট ইনিংস ওপেন করতে নেমে ৯৩ বলে ১২২ রান করেন। ১৪টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ১০৯ বপলে ১২৫ রান মালানের। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা।
ডাচ বোলারদের মধ্যে ১০ ওভারে সর্বোচ্চ ১০৮ রান দেন লেগস্পিনার ফিলিপ বোজ়ভেন।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে আদরে-সমাদরে বরণ, রাজকীয় জামাইষষ্ঠী পালন সুনীলের